Bangla News: ‘বেলঘড়িয়া টু মুম্বই’ সাইকেলে চেপে দুঃসাহসিক অভিযান ‘ক্যারমম্যান’ দেবর ও অগ্নির

Last Updated:

Belgharia to Mumbai Cycle Tour: বাংলার মাটিতে ২৯ ইঞ্চি ক্যারমের প্রচার ও প্রসার বৃদ্ধির জন্য দীর্ঘদিন কাজ করছেন এই দু’জন।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
কলকাতা: বেলঘড়িয়া টু মুম্বই। বিমানে কিংবা ট্রেনে নয়, সাইকেলে চেপে কলকাতা থেকে মুম্বই যাত্রা করলেন দুই বাঙালি।  মূল উদ্দেশ্য, ক্যারমের প্রচার ও প্রসার। অভিনব এই উদ্দেশ্য সামনে রেখে উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়া থেকে সাইকেলে চেপে মুম্বইয়ের উদ্দেশে সুদীর্ঘ পথ পাড়ি দিতে চলেছেন, বরাহনগরের নবীনচন্দ্র দাস রোডের বাসিন্দা দেবর মন্ডল ও উত্তরপাড়ার অগ্নি বাগ (Belgharia to Mumbai Cycle Tour)।
বাংলার মাটিতে ২৯ ইঞ্চি ক্যারমের প্রচার ও প্রসার বৃদ্ধির জন্য দীর্ঘদিন কাজ করছেন এই দু’জন। এই অভিযানের দ্বিতীয় বার্তা আগামীর জন্য, ধীরে ধীরে ধীরে বিশ্বজুড়ে বেড়ে চলেছে দূষণের মাত্রা, অনিশ্চয়তার দিকে ঢলে পড়েছে ভবিষ্যত। মানবিকতার খাতিরে ‘‘সেভ ফুয়েল, গো গ্ৰিন, বি হেলদি।’’
advertisement
advertisement
১৪ নভেম্বর এই যাত্রা শুরু হয়েছে। দেবর মন্ডল ও অগ্নি বাগ দু’জনেই বাংলার ২৯ ইঞ্চি ক্যারমের সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। বাংলার ক্যারমকে আরও জনপ্রিয় করতে চান এই দু’জন। বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলা ক্যারম আস্যোসিয়েশনের সম্পাদক পদে রয়েছেন বছর বিয়াল্লিশের দেবর মন্ডল।
advertisement
জেলা সংস্থার কর্তা রূপে যাবতীয় কাজ সামলে নিজেও চালিয়ে যাচ্ছেন খেলা। অগ্নিও বছর কয়েক ক্যারমের দুনিয়ায় পরিচিত নাম। দীর্ঘ এক মাস ধরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়,ঝড়খন্ড হয়ে মহারাষ্ট্রে পৌছাবে এই সাইকেল সফর। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ''১৩ হান্ড্রেড মাইলস"। পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বর্তমানে বিশ্বসেরার শিরোপা জয়ী প্রশান্ত মোরে এবং মুম্বই ক্যারম আস্যোসিয়েশনের কর্তাদের সাথে সাক্ষাতের মাধ্যমে শেষ হবে এই সফর। দেবর মন্ডল জানান, " প্রায় ২১০০ কিলোমিটারের বিস্তীর্ণ পথ স্বভাবতই একটা চাপা টেনশন কাজ করছে মনের ভিতরে। তবে ইতিমধ্যেই অনেকটা রাস্তা আমরা পার করেছি। এর আগে ২০১৬ সালে কলকাতা- ভুবনেশ্বর পথে সাইক্লিংয়ের অভিঞ্জতা এবার অনেকটা সাহায্য করছে।"
advertisement
ডিসেম্বরে একমাসের যাত্রা শেষ করে কলকাতায় ফিরবেন এই দুই ক্যারম প্রেমী। ক্যারমের প্রচারের জন্য আগামী দিনে আরও এরকম দুঃসাহসিক সফরে যেতে চান দেবর এবং অগ্নি।
ঈরণ রায় বর্মন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bangla News: ‘বেলঘড়িয়া টু মুম্বই’ সাইকেলে চেপে দুঃসাহসিক অভিযান ‘ক্যারমম্যান’ দেবর ও অগ্নির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement