Vinesh Phogat: ইতিহাস গড়ে অলিম্পিক্সের ফাইনালে ভিনেশ ফোগট, পদক নিশ্চিত ভারতের

Last Updated:

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক নিশ্চিত করব ভারত। মহিলা কুস্তিতে নতুন ইতিহাস রচনা করলেন ভিনেশ ফোগট।

প্যারিস অলিম্পিক্সে আরও একটি পদক নিশ্চিত করল ভারত। মহিলা কুস্তিতে নতুন ইতিহাস রচনা করলেন ভিনেশ ফোগট। দীর্ঘ দিনের পরিশ্রম ও স্বপ্ন পূরণ হল ভারতীয় মহিলা কুস্তিগীরের। বিগত ২টি অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভিনেশের। তবে হার না মেনে প্যারিসে নিজের লক্ষ্যপূরণ করলেন তিনি। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে একপ্রকার কোনও সুযোগই দেননি ভিনেশ। ৫-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পাকা করেন ভিনেশ।
এদিন সেমিফাইনালের প্রথম থেকে একটু ডিফেন্স মজবুত করে খেলছিলেন ভিনেশ। কিন্তু যখনই সুযোগ পেয়েছেন প্রথমে ২ পয়েন্ট নিয়ে নেন তিনি। এরপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন কিউবার প্রতিপক্ষ। সেই সুযোগ কাজে লাগিয়ে ফের পয়েন্ট তুলে নেন ভিনেশ ফোগট। ২ পয়েন্টের পর একবারে ৩ পয়েন্ট অর্জন করেন ভারতের তারকা মহিলা কুস্তিগীর।
advertisement
advertisement
ম্যাচের শেষ কয়েক মুহূর্ত ভিনেশের কাছে চ্যালেঞ্জ ছিল কোনও ভুল না করা ও নিজের লিড ধরে রাখা। সেই কাজ খুব ভাল করেই করেন তিনি। নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে কিউবার প্রতিপক্ষকে একটিও সুযোগ দেননি তিনি। ম্যাচের সময় শেষের বাঁশি বাজতেই ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলে ভিনেশ। রুপো জয় নিশ্চিত হলেও ভিনেশের লক্ষ্য একটাই। তা হল, অলিম্পি গোল্ড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Vinesh Phogat: ইতিহাস গড়ে অলিম্পিক্সের ফাইনালে ভিনেশ ফোগট, পদক নিশ্চিত ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement