Neeraj Chopra: সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া

Last Updated:

Neeraj Chopra: পুরো দেশবাসীর নিজের ছিল তাঁর দিকে। যাবতীয় আশা-ভরসা তাঁর দিকে। প্যারিস অলিম্পিক্সে ট্র্যাকে নেমে সেই ভরসার দাম রাখলেন নীরজ চোপড়া।

অনেকেই জানেন না এই তথ্য। নীরজের জ্যাভেলিনের ওজন ৮০০ গ্রাম।
অনেকেই জানেন না এই তথ্য। নীরজের জ্যাভেলিনের ওজন ৮০০ গ্রাম।
প্যারিস: পুরো দেশবাসীর নজর ছিল তাঁর দিকে। যাবতীয় আশা-ভরসা তাঁর দিকে। প্যারিস অলিম্পিক্সে ট্র্যাকে নেমে সেই ভরসার দাম রাখলেন নীরজ চোপড়া। টোকিওর ফর্ম ধরে রাখলেন প্যারিসে। প্রথম থ্রো-তেই ফাইনালের জন্য নিজের টিকিট পাকা করে ফেললেন ভারতের সোনার ছেলে। বুঝিয়ে দিলেন এবার সোনা জিততেই এসেছেন তিনি।
অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটার জ্যাভেলিন থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট পাকা হয়ে যায়। নীরজকে প্রথম থেকেই দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রানআপে একাবারে ক্লিনিকাল ফিনিশ করেন ভারতীয় তারকা। নীরজের প্রথম থ্রোতেই জ্যাভেলিন ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে। একইসঙ্গে ফাইনালের টিকিট পাকা করে নেন নীরজ।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতবার টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জিতেছিলেন নীরজ। বিগত চারবছরে আরও একাধিক ইভেন্টে নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন নীরজ। মাঝে নীরজের চোট নিয়ে একটু চিন্তা ছিল। তবে প্যারিসে শুরুতেই বুঝিয়ে দিলেন তিনি পুরো ফিট। আরও এক সোনার স্বপ্ন দেখছে গোটা দেশ।
বাংলা খবর/ খবর/খেলা/
Neeraj Chopra: সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement