Paris Olympics 2024: আজ একাধিক ইভেন্টে নামছেন ভারতীয় অ্যাথলিটরা, কখন, কোন খেলোয়াড় নামছেন, রইল হাল-হদিশ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Olympics 2024: আজ অলিম্পিক্সের প্রথম দিনের খেলা, কখন কোন ভারতীয় অ্যাথলিটের পারফরম্যান্স
প্যারিস: ভারতীয় সময় রাত এগারোটায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ক্রীড়া মহাকুম্ভ অলিম্পিক্স। শনিবার, প্যারিস অলিম্পিক ২০২৪-র প্রথম দিনে, ভারতীয় ক্রীড়াবিদদের শ্যুটিং, হকি, ব্যাডমিন্টন, টেনিস, বক্সিং, টেবিল টেনিস এবং সেলিং-এ খেলতে নামবে। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই প্যারিসে একাধিক পারফরম্যান্স শুরু হলেও উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিনে শনিবার খেলবে। শ্যুটিংয়ে দিয়ে দিন শুরু করবে ভারতীয় দল।
সন্দীপ সিং / ইলাভেনিল ভালারিভান, অর্জুন বাবুটা / রমিতা জিন্দাল ১০ মিটার মিক্সড ইভেন্টে খেলবে৷ ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ। অর্জুন সিং চিমা এবং সরবজোত সিং ১০ মিটার এয়ার পিস্তল পুরুষদের যোগ্যতায় দুপুর ২ টা থেকে শ্যুটিং রেঞ্জে প্রবেশ করবেন।
—- Polls module would be displayed here —-
advertisement
advertisement
মনু ভাকর এবং রিদম সাংওয়ানকে বিকেল ৪টা থেকে ১০ মিটার এয়ার পিস্তল মহিলাদের যোগ্যতায় লড়াই করতে নামবেন৷
🚨 Here’s the schedule for Day 1 (27th July) of the @paris2024 Olympic Games! Tune in to cheer loud and proud for our athletes.
Chalo #JeetKiAur #Cheer4Bharat | #IndiaAtParis24 pic.twitter.com/lI2CJhSA1J
— Team India (@WeAreTeamIndia) July 26, 2024
advertisement
ব্যাডমিন্টন পুরুষদের একক গ্রুপের ম্যাচে গুয়াতেমালার কেভিন কর্ডেনের মুখোমুখি হবেন লক্ষ্য সেন। এই ম্যাচটি সন্ধ্যা ৭:১০ থেকে খেলা হবে, যখন পুরুষদের ডাবলস গ্রুপের ম্যাচে, সাতবিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠির জুটি বনাম ফ্রান্সের লুকাস কর্ভে এবং রোনান লেবার রাত 8 টা থেকে মুখোমুখি হবে।
advertisement
মহিলাদের দ্বৈত গ্রুপের ম্যাচে অশ্বিনী পোনপ্পা এবং তানিশা ক্রাস্টোর মুখোমুখি হবে কোরিয়ার জুটি কিম সো ইয়ং এবং কং হি ইয়ং। রাত ১১টা ৫০ মিনিট থেকে শুরু হবে এই ম্যাচ। হকিতে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ হবে রাত ৯টা থেকে।
সেলিংয়ে, পানওয়ার বলরাজ দুপুর সাড়ে ১২টা থেকে পুরুষদের একক স্কালস-এ অ্যাকশনে থাকবেন, টেবিল টেনিস-এ, পুরুষদের একক প্রথম রাউন্ডে, হারমিত দেশাই ইয়েমেনের জায়েদ আবোর মুখোমুখি হবে সন্ধ্যা ৭:১৫ এ থেকে। টেনিসে, পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচটি হবে রোহান বোপান্না-এন শ্রীরাম বালাজি বনাম ফরাসি জুটি এডওয়ার্ড রজার-ভ্যাসেলিন এবং ফ্যাবিয়েন রেবোলের মধ্যে।
advertisement
বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে এই ম্যাচ। বক্সিং-এ মহিলাদের ৫৪ কেজি প্রাথমিক রাউন্ড ম্যাচে, প্রীতি পাওয়ার দুপুর ১২:০৫ টা ভিয়েতনামের কিম আন ভো-র মুখোমুখি হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2024 10:50 AM IST