ওয়াসিম আক্রমের স্ত্রীকে বাঁচাতে ভারত সব রকম সাহায্য করেছিল! ভুলতে পারেন না সুলতান

Last Updated:

Wasim Akram remembers how Indian officers helped him at Chennai airport during treatment of his wife. আত্মজীবনীতে প্রথম স্ত্রী এবং ভারতের অবদান নিয়ে লিখলেন আক্রম

আত্মজীবনীতে প্রথম স্ত্রী এবং ভারতের অবদান নিয়ে লিখলেন আক্রম
আত্মজীবনীতে প্রথম স্ত্রী এবং ভারতের অবদান নিয়ে লিখলেন আক্রম
লাহোর: পাকিস্তানের এবং বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি পেসার তিনি। ওয়াসিম আক্রম এই মুহূর্তে অস্ট্রেলিয়াতেই বেশিরভাগ সময় থাকেন। অস্ট্রেলিয়ান স্ত্রী এবং মেয়ের কাছে। তবে ওয়াসিমের প্রথম স্ত্রী হুমার ঘরেও আছে ২ সন্তান। সেই ছেলেরা আজ বড়। হুমা নিজে একজন ডাক্তার ছিলেন। তবে অসময়ে হৃদযন্ত্র এবং কিডনি খারাপ হয়ে যাওয়ার কারণে মৃত্যু হয় তার।
নিজের আত্মজীবনী সুলতান, দ্যা মেময়ার বইটিতে আক্রম উল্লেখ করেছেন স্ত্রী হুমাকে বাঁচাতে কিভাবে তিনি ভারতীয় অফিসারদের সাহায্য পেয়েছিলেন চেন্নাইতে। লাহোর থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে অসুস্থ স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিলেন ওয়াসিম। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাবেন বলে। হঠাৎ করেই চেন্নাই বিমানবন্দরে জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে নামতে হয় বিমানকে।
advertisement
advertisement
কাঁদছিলেন আক্রম। স্ত্রী হুমা পুরোপুরি সংজ্ঞাহীন। কিন্তু ওই মুহূর্তে তাদের কাছে ভারতীয় ভিসা ছিল না। নিয়ম অনুযায়ী ভারতীয় অফিসাররা তাদের আটকাতেই পারতেন। কিন্তু চেন্নাই বিমানবন্দরের অফিসাররা ওয়াসিমকে বলেন চিন্তা করার কারণ নেই। ভিসা নিয়ে পরে দেখা যাবে। আপনি আগে কাছাকাছি বড় হাসপাতালে নিয়ে যান স্ত্রীকে।
advertisement
বলে সব ব্যবস্থা তারাই করে দেন। এক মুহূর্ত দেরি না করে তারাই অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে দেন হাসপাতালে নিয়ে যাওয়ার। সেখানে দুদিন লড়াই করার পর মৃত্যু হয় হুমার। নিজের আত্মজীবনীতে ওয়াসিম আক্রম বলেছেন তার স্ত্রীকে বাঁচাতে নিয়ম ভেঙে সেদিন ভারতীয় অফিসাররা যে সাহায্য করেছিল সেটা ভুলবেন না তিনি।
দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক যাই থাক ক্রিকেট মাঠের প্রবল প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু খেলার বাইরে চিরকাল ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে অধিকাংশ সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখেছেন তিনি। ওয়াসিম আক্রম দীর্ঘদিন আইপিএলে কাজ করেছেন। কিভাবে মিডিয়া সামলাতে হয় সেটাও নাকি শিখেছেন ভারত থেকে।
advertisement
ক্রিকেটকে বিশ্ব বাজারে ব্র্যান্ড এবং রোজগারের রাস্তা বানানোর ক্ষেত্রে ভারত এক নম্বরে কিভাবে উঠে এল, তাই নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন সুলতান অফ সুইং। তিনি অবশ্যই মনে করেন একদিনের বিশ্বকাপে পাকিস্তান দলের ভারতে খেলতে আসা উচিত। তিনি আশা রাখেন পরিস্থিতি ভাল হলে ভারত আগামী দিনে পাকিস্তানের আসবে। কারণ বিরাট কোহলিকে কোটি কোটি পাকিস্তানি তাদের দেশের মাটিতে একবার খেলতে দেখতে চান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ওয়াসিম আক্রমের স্ত্রীকে বাঁচাতে ভারত সব রকম সাহায্য করেছিল! ভুলতে পারেন না সুলতান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement