মোহনবাগানের কাছে হারের ভয়েই নাকি ইস্টবেঙ্গলের 'বয়কট ডার্বি' জেহাদ! নতুন বিতর্কে সরগরম ময়দান

Last Updated:

East Bengal FC investor Emami may part ways with coach Stephen Constantine. ইস্টবেঙ্গলের ব্যর্থতার ময়না তদন্তে কোচ স্টিফেনকেই এখন নন্দ ঘোষ বানাচ্ছে ইনভেস্টর সংস্থা

এভাবেই বারবার ডার্বিতে পিছিয়ে যাচ্ছে লাল হলুদ
এভাবেই বারবার ডার্বিতে পিছিয়ে যাচ্ছে লাল হলুদ
কলকাতা: এটা সত্যি কথা কোচ হিসেবে ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর থেকে এক মরশুমে সবচেয়ে বেশি (৬) ম্যাচ জিতিয়েছেন তিনি। আবার এটাও ঠিক তার হাত ধরেই একটি লিগে এক মরশুমে সবচেয়ে বেশি (১৩) ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল। পরের মরসুমেও কি ব্যর্থতার এই ধারা অব্যাহত থাকবে? শনিবার রাতে যুবভারতীতে বিপর্যয়ের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
একই সঙ্গে কোচ স্টিভন কনস্ট্যান্টাইন-সহ অধিকাংশ ফুটবলারকে ছেঁটে ফেলার দাবিতেও সরব লাল-হলুদ সমর্থকরা। স্টিভনের ভবিষ্যৎ যে সঙ্কটে, তা তিনি নিজেও বুঝেছেন। সুপার কাপ‌ে ভাল ফল না হলে বিদায় কার্যত নিশ্চিত। শনিবার রাতে যুবভারতীতে দাঁড়িয়ে তিনি বলছিলেন, সুপার কাপ পর্যন্ত আমার সঙ্গে চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের।
আরও পড়ুন - বুমরাহর আইপিএল খেলাও অনিশ্চিত! বিশ্বকাপের আগে নাও ফিরতে পারেন ভারতের জার্সিতে
ওরা আমাকে রাখার আগ্রহ দেখালেও সরকারি ভাবে কিছুই জানায়নি। দলের বেশ কয়েকজন ফুটবলার নাকি ঘনিষ্ঠমহলে জানিয়ে রেখেছেন, তিনি দায়িত্বে থাকলে তাঁরা দল ছাড়বেন।প্রশ্ন হচ্ছে আগামী মরসুমেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কী পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থার? আইএসএলের অধিকাংশ দলই ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে।
advertisement
advertisement
জানুয়ারি মাসে লোনে নেওয়া ফুটবলারদের ক্ষেত্রেও একই পথ অনুসরণ করেছে তারা। তাই পরিস্থিতি ঘেঁটে ঘ। এদিকে বড় ম্যাচে এরকম ইস্টবেঙ্গলের ফাঁকা গ্যালারি অতীতে কবে দেখা গিয়েছে কেউ জানে না। ডার্বি বয়কট শুধুমাত্র ইনভেস্টার সংস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা নাকি আগে থেকেই ডার্বি হারের ভয়! প্রশ্ন সেই জায়গাতেই উঠছে।
তাই ইস্টবেঙ্গলের এক শীর্ষ কর্তা জানিয়ে দিয়েছেন পরেরবার যদি বর্তমান ইনভেস্টার সংস্থা দল করে তাহলে পয়সা খরচ করে ভাল দল করতে হবে। শুধু মাঠে নামানোর মত ১১ জন ফুটবলার নিলেই হবে না। ইস্টবেঙ্গলে খেলার মত যোগ্য ফুটবলার নিতে হবে। ভাল বাঙালি ফুটবলার বেশি করে নিতে হবে। স্টিফেন কেন সৌভিক চক্রবর্তী, তুহিন দাস, অনিকেতদের মতো ফুটবলারদের বেশি নিচ্ছেন না দলে সেই প্রশ্ন তুলছেন সবাই।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগানের কাছে হারের ভয়েই নাকি ইস্টবেঙ্গলের 'বয়কট ডার্বি' জেহাদ! নতুন বিতর্কে সরগরম ময়দান
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement