Tamanna Bhatia : মাসতুতো বোনকে বিয়ে! এই পাক ক্রিকেটারের নাম জড়ায় তামান্না ভাটিয়ার সঙ্গে, তার পর...

Last Updated:

Tamanna Bhatia Abdul Razzaq- বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেম নিয়ে গুজবের শেষ নেই। কখনও বিরাট কোহলি, কখনও পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজ্জাক, বছরের পর বছর ধরে নানা গুঞ্জনে তাঁকে জড়িয়ে দেওয়া হয়েছে।

News18
News18
কলকাতা : বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেম নিয়ে গুজবের শেষ নেই। কখনও বিরাট কোহলি, কখনও পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজ্জাক, বছরের পর বছর ধরে নানা গুঞ্জনে তাঁকে জড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি এবং আবদুল রজ্জাককে নিয়ে ছড়িয়ে পড়া সেই সম্পর্কের গল্প নিয়ে মুখ খুলেছেন তামান্না।
বলিউড অভিনেত্রী জানান, বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্কের গুজব শুনে তিনি রীতিমতো অবাক হন। তিনি বলেছেন, বিরাটের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। ২০১০ সালে এক বিজ্ঞাপন শুটিং-এ। শুটিংয়ের পরে আর কখনও ওর সঙ্গে আমার কথা হয়নি, দেখা তো দূরের কথা। শুটিংয়ের একটি ছবি ভাইরাল হওয়ার পরই এমন গুজব ছড়ায়।
পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রজ্জাকের সঙ্গেও তামান্নার বিয়ের গুঞ্জন শোনা যায়। শোনা গিয়েছিল, নাকি গোপনে তাঁকে বিয়েও করেছেন অভিনেত্রী! তামান্না জানান, এই খবরও পুরোপুরি ভিত্তিহীন। একবার গয়নার একটি দোকানের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল, সেখান থেকেই গুঞ্জনের শুরু।
advertisement
advertisement
আরও পড়ুন- আয়েশা এবং আবদুল রাজ্জাক আপাতত ৭ বছরের দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাঁদের এক কন্যা সন্তান
তামান্না হেসে বলেন, সোশ্যাল মিডিয়া খুবই মজার! আমি নাকি আবদুল রজ্জাককে বিয়েও করে ফেলেছি! আমি সত্যিই দুঃখিত স্যার (আবদুল রজ্জাক)। আপনার তো সন্তানও আছে! আমি জানিও না আপনার জীবন কেমন চলছে। এমন ভিত্তিহীন গুজব খুবই অস্বস্তিকর।
advertisement
শোনা যায়, আবদুল রজ্জাক নাকি মাসতুতো বোনের সঙ্গে ‘নিকাহ’ করেছিলেন। আবদুল রজ্জাকের স্ত্রীর নাম আয়েশা। সূত্রের খবর, ছোটবেলায় নাকি পাকিস্তানের এই তারকা ক্রিকেটারকে ‘দাদা’ বলে ডাকতেন তিনি। জানা যায়, আবদুল রজ্জাকের মা চাইতেন, বোনের সঙ্গেই যেন ছেলের বিয়ে হয়। মায়ের কথা প্রথমে গুরুত্ব দিতে চাননি রজ্জাক। ১৯৯৯ বিশ্বকাপের পর রজ্জাক যখন বাড়ি ফেরেন, তখন তাঁর মা মারা যান। তার পর মায়ের কথা রাখতেই আয়েশাকে বিয়ে করেন তিনি। আয়েশা এবং আবদুল রাজ্জাক আপাতত ৭ বছরের দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাঁদের এক কন্যা সন্তান রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tamanna Bhatia : মাসতুতো বোনকে বিয়ে! এই পাক ক্রিকেটারের নাম জড়ায় তামান্না ভাটিয়ার সঙ্গে, তার পর...
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement