IND vs PAK: ভারতে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান? আইসিসিকে বক্তব্য জানিয়ে দিল পিসিবি

Last Updated:
ভারতে দেখা হবে না বাবর রোহিতের?
ভারতে দেখা হবে না বাবর রোহিতের?
লাহোর: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বলেছিলেন জয় শাহকে নাকি কিছু জিজ্ঞেস করলেই তিনি হাসেন। পরিষ্কার করে উত্তর দেন না। যেমন আইপিএল ফাইনালে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলংকার বোর্ড প্রধানরা নিমন্ত্রিত ছিলেন। বাদ দেওয়া হয়েছিল শুধু পাকিস্তানকে। এই অপমান পাকিস্তানের গায়ে লাগার কথা। ১৫ বছর পর আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস পাকিস্তান সফর করছেন।
সেখানে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা উঠেছে। পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই জাতীয় ক্রিকেট দল অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে।
advertisement
advertisement
আইসিসি সভাপতির সঙ্গে আলোচনায় নতুন আর্থিক মডেলে নিজেদের আর্থিক ভাগ নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথাও জানিয়েছে পিসিবি। পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণ হিসেবে ভারত বলছে সরকারি অনুমতি না পাওয়া। পাকিস্তানও এখন পাল্টা যুক্তিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে সরকারি অনুমতির কথা বলছে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেই বলেছিলেন এ কথা।
advertisement
পাকিস্তান সরকার যদি অক্টোবরে তাদের জাতীয় ক্রিকেট দলকে ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না দেয়, সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে পিসিবি। তখন পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ বা অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে।
দীর্ঘ ১৫ বছর পর আইসিসির সভাপতি ও প্রধান নির্বাহীর সফর ইঙ্গিত দিচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়া কিংবা নিজেদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাওয়ার ব্যাপারটি নিয়ে চিন্তিত আইসিসি। উল্লেখ্য এর আগে শাহিদ আফ্রিদি জানিয়েছিলেন পাকিস্তানের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত এবং চ্যাম্পিয়ন হয়ে বিসিসিআইয়ের মুখে ঝামা ঘষে দেওয়া উচিত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: ভারতে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান? আইসিসিকে বক্তব্য জানিয়ে দিল পিসিবি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement