Pakistan Team in Kolkata: কলকাতায় এসেই বিরিয়ানি-র দাওয়াত, পাঁচতারার খাবার না খেয়ে অনলাইনে ‘এই’ দোকানে অর্ডার করলেন পাক ক্রিকেটাররা
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Pakistan Team in Kolkata: জে ডাব্লু ম্যারিয়েটে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল৷
কলকাতা: বিশ্বকাপে পাকিস্তান দলের হাল বেশ নড়বড়ে, তাতে কী কলকাতায় পৌঁছেই বিরিয়ানি অর্ডার দিল তারা৷ তাদের পরের প্রতিপক্ষ বাংলাদেশ৷ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে ম্যাচ৷ শনিবার লক্ষ্মীপুজোর দিন কলকাতায় পা রেখে নিজেদের পাঁচতারা হোটেলের খাবারে না বলে দেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট৷
কলকাতা এসে জোম্যাটো থেকে খাবার অর্ডার করে খেল পাকিস্তান ক্রিকেট দল। জে ডাব্লু ম্যারিয়েটে রয়েছে পাকিস্তান। পার্ক সার্কাসের জমজম রেস্তোঁরা থেকে বিরিয়ানি, কাবাব অর্ডার করে পাকিস্তান ক্রিকেট দল।
ধর্মীয় রীতি অনুসারে মুসলিমদের হালাল রেস্তোঁরা থেকে খাবার খাওয়া নির্দেশ থাকে৷ তাই পার্ক সার্কসের জমজমের ভাগ্যেই শিকে ছেঁড়ে৷ মধ্য কলকাতার কোয়েস্ট মলের বিপরীতেই এই রেস্তোঁরা৷ সেখান থেকেই অর্ডার আসে পাক ক্রিকেট দলের জন্য।
advertisement
advertisement
#WATCH | West Bengal: Pakistan cricket team arrived in Kolkata ahead of their match against Bangladesh on October 31
#ICCCricketWorldCup pic.twitter.com/wtcgGWOaij
— ANI (@ANI) October 28, 2023
এদিকে শনিবার বিমানবন্দরে এদিন নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। রাজ্য সরকারের উদ্যোগে রিজার্ভ লাউঞ্চে দলকে বসানো হয়। ক্রিকেটারদের দই ,মিষ্টি এবং প্যাটিস খাওয়ানো হয়।ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলতেই কলকাতায় এলো তারা।
advertisement
মঙ্গলবার ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্স বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট টিম। কাগজে কলমে অঙ্কের বিচারে পাকিস্তান টিকে থাকলেও কার্যত সেমিফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভব তাদের। ৬ টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে হেরে তাদের সংগ্রহ এই মুহূর্তে মাত্র ৪ পয়েন্ট। তাই সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে বাংলাদেশের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ জিততেই হবে। শনিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কলকাতা বিমানবন্দর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 10:03 AM IST