পাকিস্তানের হিন্দু ক্রিকেটার শেয়ার করলেন করাচিতে মন্দির ভাঙচুরের ভিডিও, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তিনি পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) কাছে ধর্মীয় স্বাধীনতা অক্ষুন্ন রাখার আর্জি জানিয়েছেন৷ দানিশ কানেরিয়া (Danish kaneria) পাকিস্তানের সেই হাতে গোনা কয়েকজন হিন্দু ক্রিকেটারের মধ্যে একজন যিনি জাতীয় দলের জার্সি গায়ে পাকিস্তানের হয়ে খেলেছেন৷
#করাচি: পাকিস্তানের (Pakistan) সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ফের সামনে এসেছে৷ এবারে মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে৷ পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish kaneria) এই ঘটনার একটা ভিডিও (Danish kaneria shared video) শেয়ার করেছেন৷ সেই ভিডিও দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে হয়েছে ভাইরাল ভিডিও (viral video)৷ তিনি টেস্ট ক্রিকেটও খেলেছেন পাকিস্তানের ক্রিকেটের জার্সি গায়ে৷ তিনি পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) কাছে ধর্মীয় স্বাধীনতা অক্ষুন্ন রাখার আর্জি জানিয়েছেন৷ দানিশ কানেরিয়া (Danish kaneria) পাকিস্তানের সেই হাতে গোনা কয়েকজন হিন্দু ক্রিকেটারের মধ্যে একজন যিনি জাতীয় দলের জার্সি গায়ে পাকিস্তানের হয়ে খেলেছেন৷
পাকিস্তানের (Pakistan) জার্সিতে ৬১ টি টেস্ট খেলেছেন দানিশ কানেরিয়া (Danish kaneria) বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন৷ ভিডিও একটি মন্দিরের৷ এই মন্দিরের ভিতরে ভাঙচুর চালানো হয় এমনকি ঠাকুরের মূর্তিরও ক্ষতি করা হয়৷
৪১ বছরের দানিশ কানেরিয়া নিজের কু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘করাচির মধ্যে, ধার্মিক স্বতন্ত্রতা -র সঙ্গে আপোশ করা উচিত নয়, এতে পাকিস্তানের নাম খারাপ হচ্ছে৷ আমি প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) কাছে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি৷ ’’
advertisement
advertisement
দেখে নিন হিন্দু মন্দিরে ভাঙচুরের সেই ভাইরাল ভিডিও (viral video)৷
Unacceptable. Incidents like this ruining reputation of Pakistan. I care for my nation. Take actions @ImranKhanPTI pic.twitter.com/jiDbPvblho
— Danish Kaneria (@DanishKaneria61) December 21, 2021
দানিশ কানেরিয়া পাকিস্তানের জন্য ৭৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি৷ এতে ৬১ টেস্ট, ১৮ টি একদিনের ম্যাচ খেলতে হয়েছে৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি৷ তিনি এর আগে তাঁর সতীর্থ খেলোয়াড়দের বিরুদ্ধে ভেদভাবের অভিযোগ করেছিলেন আগেই৷ কানেরিয়া কয়েক বছর আগেই অভিযোগ করেছিলেন যে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের সময় তাঁর দলের বেশ কিছু সতীর্থ ক্রিকেটার ধর্মের কারণে তাঁর সঙ্গে ভেদভাব করেছেন৷ দানিশ কানেরিয়া এর আগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগেও অভিযুক্ত হয়েছেন৷ তাঁর ওপর ক্রিকেট থেকে আজীবন নির্বাসনের শাস্তি রয়েছে৷ দানিশ কানেরিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিন্ধ হাইকোর্টে আবেদন করেছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2021 2:26 PM IST