Babar Azam India vs Pakistan : বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাব, হুঙ্কার বাবরের

Last Updated:

Pakistan cricket captain Babar Azam confident of defeating India at the T20 World Cup in Dubai . পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম মনে করেন ভারতীয় দলের অভিজ্ঞতা বেশি তাতে সন্দেহ নেই। কিন্তু টি ২০ বিশ্বকাপে পাকিস্তান তাদের হারিয়ে চমক দেওয়ার ক্ষমতা রাখে।

ভারতের বিরুদ্ধে জেতার ক্ষমতা রাখে পাকিস্তান, বলছেন বাবর
ভারতের বিরুদ্ধে জেতার ক্ষমতা রাখে পাকিস্তান, বলছেন বাবর
#দুবাই: জীবনের সেরা ফর্মে ব্যাট করছেন তিনি। একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টি, দুটো ফরম্যাটেই সমানভাবে সফল বাবর আজম। শেষ কয়েক মাসে বিরাট কোহলির তুলনায় ব্যাটিং গড়ে এগিয়ে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। দলকে ঠান্ডা মাথায় নেতৃত্ব দিচ্ছেন। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নামার আগে একটি সাক্ষাৎকার দিলেন পাকিস্তান অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হচ্ছে পাকিস্তানকে। আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠের লড়াই দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে পাক ক্রিকেট দল।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে বিশ্বমঞ্চে আগের ১২ দেখায় একটিবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কঠিন চ্যালেঞ্জ, তবে বিশ্বকাপে এবার জয়ের ব্যাপারে আশাবাদী পাক অধিনায়ক বাবর আজম। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বাবর জানান, যে করেই হোক ইতিবাচকভাবে বিশ্বকাপ শুরু করতে চায় তার দল। ভারতের বিপক্ষে তাই দারুণ একটা শুরুর প্রত্যাশা বাবরের, ‘আমাদের মনোবল এখন অনেক দৃঢ়। ভারতকে হারিয়ে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ পজিটিভভাবে শুরু করতে চাই।’
advertisement
advertisement
পাকিস্তান অধিনায়কের মতে, বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করতে পারলে মেলে ‘মোমেন্টাম’। যা দলের মনোবল বাড়ায়। বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বটা ভালোই হয়েছে বলে বাবরকে তাই আশাবাদী হতে দেখা গেল, ‘হাই পারফরম্যান্স সেন্টারের ক্যাম্পে আমারা ভালোই প্রস্তুতি নিচ্ছি। খেলোয়াড়রাও কোচিং স্টাফদের সান্নিধ্যে এসে ভালো একটা শেপের মধ্যে চলে এসেছে। আমরা ভারতের বিপক্ষে ভালো একটা শুরু পেতে মুখিয়ে আছি, যে জয় বিশ্বকাপের বাকি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আমাদের মানসিক শক্তি যোগাবে।’
advertisement
পাকিস্তান-ভারত ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। দেশ দুটির মধ্যে যুগ যুগ ধরে চলে আসা বৈরিতা মাঠের খেলায়ও রাখে প্রভাব। যা খেলোয়াড়দের ওপর তৈরি করে বাড়তি চাপ। পাকিস্তান সেই চাপটা বেশি নেয় কি-না, বিশ্বকাপে তাই ভারতের বিপক্ষে এখন পর্যন্ত কোনো জয় নেই পাকিস্তানের।
এবার অবশ্য চাপ নামক শব্দটাকে দূরে ঠেলেই ভারতের বিপক্ষে খেলতে নামতে চান বাবর, ‘বাড়তি চাপের মধ্যে থেকে কোনো ম্যাচ খেলা বুদ্ধিমানের কাজ নয়। আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামছি, সেটাও আবার বিশ্বকাপের মতো আসরে। সুতরাং, দলীয় উদ্দীপনা এবং দলগত চেষ্টার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে হবে।’ বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরা, সূর্যকুমারদের নিয়ে সমৃদ্ধ ভারতীয় দল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। বাবর আজম মনে করেন ভারতীয় দলের অভিজ্ঞতা বেশি তাতে সন্দেহ নেই। কিন্তু পাকিস্তান তাদের হারিয়ে চমক দেওয়ার ক্ষমতা রাখে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Babar Azam India vs Pakistan : বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাব, হুঙ্কার বাবরের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement