Varun Chakravarthy injury concern : বরুণের খুঁড়িয়ে হাঁটা দেখে চিন্তায় ভারতীয় দল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
KKR spinner Varun Chakravarthy limping off the field raises concern among Indian team for T20 World Cup. বরুণ চক্রবর্তীর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। যে দৃশ্য খুব একটা সুখকর নয় ভারতীয় দলের জন্য।টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘেঁটে যেতে পারে ভারতীয় দলের পরিকল্পনা
#শারজা: আইপিএল ইতিহাসে নিজেদের তৃতীয় ফাইনালে ওঠা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার দিল্লিকে হারিয়ে দুবাইতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই এক্সপ্রেসের মুখোমুখি বেগুনি জার্সিধারীরা। কিন্তু ম্যাচের শেষদিকে বরুণ চক্রবর্তীর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। যে দৃশ্য খুব একটা সুখকর নয় ভারতীয় দলের জন্য। নতুন করে ভাবতে হতে পারেন তাকে নিয়ে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘেঁটে যেতে পারে ভারতীয় দলের কিছু পরিকল্পনা। এমনিতেই ভারতীয় দলের যা গভীরতা, তাতে একটু এদিক ওদিক হলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।
কিন্তু ক্রিকেটারটির নাম যদি বরুণ চক্রবর্তী হয়, তাহলে একটু ভাবার বিষয় আছে। আসলে তাঁকে খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই বিশ্ব ক্রিকেটের বড় বড় ব্যাটরদের। তাঁর ক্যারম বল, দুসরা, ড্রিফটার নিয়ে খুব বেশি ধারণা নেই ব্যাটসম্যানদের। এটাই কাজে লাগাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাছাড়া এবারও মহেন্দ্র সিং ধোনিকে বোল্ড করেছিলেন তিনি। তার বিরুদ্ধে সহজে রান করতে পারেননি বিরাট কোহলি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ছন্দে রয়েছেন। ১৮ উইকেট নিয়েছেন এখন পর্যন্ত।
advertisement
advertisement
Varun Chakravarthy limping off wasn't a good sign ...
— Harsha Bhogle (@bhogleharsha) October 13, 2021
তাই বিশেষজ্ঞদের আশা, টি-২০ বিশ্বকাপে বরুণ চক্রবর্তী ভারতের তুরূপের তাস হয়ে উঠতেই পারেন। কিন্তু, কুড়ি ওভারের কাপ যুদ্ধের ধকল তিনি কতটা নিতে পারবেন, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। যা খবর, তাতে বরুণের হাঁটুর অবস্থা এখনই উদ্বেগজনক। এর আগে দু’বার চোটের জন্য জাতীয় দলে নির্বাচিত হয়েও শেষ মুহূর্তে ছিটকে গিয়েছেন তিনি। ফলে দুশ্চিন্তা থাকছেই। এই অবস্থায় হাঁটুর উপর চাপ কমাতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে বারণ করা হয়েছে তাঁকে।
advertisement
তবে এরপরও যদি বরুণ ছিটকে যান বিশ্বকাপ থেকে, তখন সুযোগ আসতে পারে যুজবেন্দ্র চাহালের কাছে। আরসিবি জার্সিতে চাহাল যথেষ্ট ভাল পারফর্ম করেছেন। আরবের উইকেটে তিনি কতটা কার্যকরী প্রমাণ হয়েছে। কিন্তু চাহালের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে বেশিরভাগ ব্যাটসম্যানদের। বরুণের বিরুদ্ধে যা নেই। কিন্তু শেষপর্যন্ত রহস্য স্পিনার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন, না ছিটকে যাবেন, বলা যাচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে শুক্রবার অর্থাৎ ১৫ অক্টোবর।
advertisement
ব্যথা কমানোর ইনজেকশন নিয়ে তিনি আইপিএল খেলছিলেন। একইভাবে তাঁকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানো যায় কিনা সেদিকে নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের। কিন্তু অতিরিক্ত ইনজেকশন নেওয়ার ফলে ভবিষ্যতে যদি তাঁর পায়ে বড় ধরণের সমস্যা দেখা দেয়, সেটাও মাথায় রাখতে হচ্ছে সকলকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2021 10:22 PM IST