Sunil Narine out of T20 World Cup : ফিটনেস সমস্যায় ওয়েস্ট ইন্ডিজ দলে নেই নারিন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sunil Narine out of West Indies T20 World Cup squad failing to meet the fitness standards. ক্যারিবিয়ান ক্রিকেটের প্রধান নির্বাচক রজার হার্পের জানিয়েছেন সুনীল নারিন অনবদ্য বোলার। কিন্তু ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারার কারণে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়া সম্ভব হচ্ছে না
#আবুধাবি: কলকাতা নাইট রাইডার্স এই নিয়ে তৃতীয়বার আইপিএল ফাইনাল খেলবে। দুরন্ত পারফরম্যান্স করেছে গোটা দল। কিন্তু একজনের অবদান সকলের চেয়ে আলাদা। তিনি সুনীল নারিন। অনবদ্য বল করেছেন, ব্যাট হাতে প্রয়োজনে রান করেছেন। তবে ফিটনেস বরাবরের সমস্যা। ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার অন্যতম কারণ সেটাই।
ক্যারিবিয়ান ক্রিকেটের প্রধান নির্বাচক রজার হার্পের জানিয়েছেন সুনীল নারিন অনবদ্য বোলার। কিন্তু ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারার কারণে তাঁকে দলে নেওয়া সম্ভব হচ্ছে না। এ মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের জন্য বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াডে নেই সুনীল নারিন। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ থাকলেও ক্যারিবীয় স্কোয়াডে নারিনকে অন্তর্ভূক্ত করা হবে না বলে জানিয়েছেন অধিনায়ক কাইরন পোলার্ড।
advertisement
Kieron Pollard confirms that Sunil Narine won't be added to West Indies' T20 World Cup Squad. (In press)
— CricketMAN2 (@man4_cricket) October 13, 2021
advertisement
আইপিএলে ফর্মের তুঙ্গে থাকা সুনীল নারিনের জায়গা হবে কি না এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন পোলার্ড। সেখানে পোলার্ড জানান, ‘নারাইনকে না রাখার বিষয়ে এরই মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখন আমি যদি আরো কিছু বলি, তাহলে হয়তো সব ছড়িয়ে যাবে, যেমনটা নারিনের বোলিং ঘুরছে শারজার উইকেটে। আমি কথা বললে হয়তো পুরোপুরি ভিন্ন কোনো দিকেই চলে যাবে বিষয়টি। আমরা এখন যে ১৫ জন আছি, তাদের দিকেই মনোযোগ দেওয়া হোক। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
advertisement
তিনি আরো বলেন, ‘আমি এসব নিয়ে আর মন্তব্য করতে চাই না। এই ইস্যুতে যথেষ্ট আলোচনা হয়েছে। আমার মনে হয় কর্তারা দলে তার না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে বলেন আমি তাকে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের আগে প্রথমে বন্ধু হিসেবে চিনি। আমরা একসাথে ক্রিকেট খেলে বড় হয়েছি। সে একজন বিশ্বমানের ক্রিকেটার।’ সুনীল নারিন দলে না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বোলিং গভীরতা কিছুটা কমবে সন্দেহ নেই। কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ফিটনেস বড় ব্যাপার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2021 6:18 PM IST