#রাওয়ালপিন্ডি: তাঁর ক্লাস নিয়ে সন্দেহ ছিল না কখনো। বাবর আজম এই প্রজন্মের ক্রিকেটে শুধু পাকিস্তানের নয়, গোটা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তাতে সন্দেহ নেই। শেষ কয়েক বছর বাবরের ব্যাটের দাপট ছিল বিরাট কোহলির থেকে অনেক বেশি। ভারত অধিনায়কের থেকে অনেক ধারাবাহিক ছিলেন পাকিস্তানের নতুন তারকা। তিনটে ফরম্যাটেই ধারাবাহিক রান করে চলেছেন। বাবরের ব্যাটিং চোখের পক্ষে আরামদায়ক।
ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ বাতিলের পর বড় ধাক্কা লাগে পাকিস্তান দলে। তাই বিশ্বকাপের প্রস্তুতি চলছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। আর প্রতিযোগিতার তৃতীয় ম্যাচেই দারুণ এক রেকর্ড গড়লেন জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আসরের ১১তম ম্যাচে নর্দার্নের মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল পঞ্জাব। টস জিতে বাবর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আহমেদ শেহজাদকে নিয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে রীতিমত স্টিম রোলার চালিয়েছেন প্রতিপক্ষ বোলারদের ওপর দিয়ে।
৬৩ বল খেলে ১০৫ রান করে অপরাজিত থাকেন বাবর, হাঁকান ১১টি চার ও ৩টি ছক্কা। এই শতকে ভর করে দল পায় ২০০ রানের পুঁজি। বাবরের ইনিংস সত্ত্বেও দল অবশ্য জিততে পারেনি। তবে বাবর আলোচনায় নতুন রেকর্ড গড়ে। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি শতকের মালিক বনে গেছেন তিনি। এই ফরম্যাটে বাবরের মোট শতক এখন ৬টি। বাবরের উদ্বোধনী সঙ্গী শেহজাদ হাঁকিয়েছেন ৫টি শতক।
আরও পড়ুন - Punam Raut walks out : ক্রিকেট মাঠে নজিরবিহীন সততার প্রমাণ রাখলেন পুনম রাউত
শেহজাদের সমান শতক আছে কামরান আকমলেরও। তবে ক্রিকেট বিশ্বে অন্তত ৬টি শতক হাঁকানো নবম ব্যাটসম্যান বাবর। এই তালিকায় সবার ওপরে ২২ শতকের মালিক ক্রিস গেইল। বিরাট কোহলির আছে পাঁচটি শতরান। রোহিত শর্মার ছয়টি। পাকিস্তান অধিনায়কের এই ফর্ম আশ্বস্ত করবে রামিজ রাজাকে। প্রধানমন্ত্রী ইমরান খান এবং বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা আগেই ডাক দিয়েছিলেন অপমানের বদলা যেন খেলার মাঠে দেয় পাকিস্তান।
সেটা তারা পারবে কিনা সময় বলবে। কিন্তু অধিনায়ক বাবর যে নিজের সেরা ছন্দে টি টোয়েন্টি বিশ্বকাপে যাবেন সেটা নিশ্চিত। তবে এই শতরান করে উচ্ছ্বসিত নন পাকিস্তান অধিনায়ক। আসল লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপে ভাল করা। সেখানে তিনি একা কিছু করতে পারবেন না। সফল হতে গেলে দল হিসেবে খেলতে হবে, সেই বার্তা দিয়েছেন পাক অধিনায়ক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।