Babar Azam T20 hundred : বিরাটকে পেছনে ফেলে দিলেন বাবর আজম

Last Updated:

Pakistan Babar Azam surpassed Virat Kohli and equals record with Rohit Sharma in T20 . ৬৩ বল খেলে ১০৫ রান করে অপরাজিত থাকেন বাবর, হাঁকান ১১টি চার ও ৩টি ছক্কা। শেষ কয়েক বছর বাবরের ব্যাটের দাপট ছিল বিরাট কোহলির থেকে অনেক বেশি।

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে বাবর
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে বাবর
ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ বাতিলের পর বড় ধাক্কা লাগে পাকিস্তান দলে। তাই বিশ্বকাপের প্রস্তুতি চলছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। আর প্রতিযোগিতার তৃতীয় ম্যাচেই দারুণ এক রেকর্ড গড়লেন জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আসরের ১১তম ম্যাচে নর্দার্নের মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল পঞ্জাব। টস জিতে বাবর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আহমেদ শেহজাদকে নিয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে রীতিমত স্টিম রোলার চালিয়েছেন প্রতিপক্ষ বোলারদের ওপর দিয়ে।
advertisement
৬৩ বল খেলে ১০৫ রান করে অপরাজিত থাকেন বাবর, হাঁকান ১১টি চার ও ৩টি ছক্কা। এই শতকে ভর করে দল পায় ২০০ রানের পুঁজি। বাবরের ইনিংস সত্ত্বেও দল অবশ্য জিততে পারেনি। তবে বাবর আলোচনায় নতুন রেকর্ড গড়ে। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি শতকের মালিক বনে গেছেন তিনি। এই ফরম্যাটে বাবরের মোট শতক এখন ৬টি। বাবরের উদ্বোধনী সঙ্গী শেহজাদ হাঁকিয়েছেন ৫টি শতক।
advertisement
advertisement
শেহজাদের সমান শতক আছে কামরান আকমলেরও। তবে ক্রিকেট বিশ্বে অন্তত ৬টি শতক হাঁকানো নবম ব্যাটসম্যান বাবর। এই তালিকায় সবার ওপরে ২২ শতকের মালিক ক্রিস গেইল। বিরাট কোহলির আছে পাঁচটি শতরান। রোহিত শর্মার ছয়টি। পাকিস্তান অধিনায়কের এই ফর্ম আশ্বস্ত করবে রামিজ রাজাকে। প্রধানমন্ত্রী ইমরান খান এবং বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা আগেই ডাক দিয়েছিলেন অপমানের বদলা যেন খেলার মাঠে দেয় পাকিস্তান।
advertisement
সেটা তারা পারবে কিনা সময় বলবে। কিন্তু অধিনায়ক বাবর যে নিজের সেরা ছন্দে টি টোয়েন্টি বিশ্বকাপে যাবেন সেটা নিশ্চিত। তবে এই শতরান করে উচ্ছ্বসিত নন পাকিস্তান অধিনায়ক। আসল লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপে ভাল করা। সেখানে তিনি একা কিছু করতে পারবেন না। সফল হতে গেলে দল হিসেবে খেলতে হবে, সেই বার্তা দিয়েছেন পাক অধিনায়ক।
বাংলা খবর/ খবর/খেলা/
Babar Azam T20 hundred : বিরাটকে পেছনে ফেলে দিলেন বাবর আজম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement