Viral News: হায় কপাল! ২৪ বছর বাদে পাকিস্তানে অস্ট্রেলিয়া, ক্রিকেটার ও পরিবারকে Death Threat!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ক্রিকেটের বাইরের খবর ভাইরাল (Viral News) হয়ে গেছে৷ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য অ্যাস্টন আগর (Ashton agar) ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি (Death Threat) দেওয়া হয়েছে৷
#রাওয়ালপিন্ডি: অস্ট্রেলিয়া ক্রিকেট দল ২৪ বছর বাদে পাকিস্তান সফরে (Pak vs Aus) গেছে৷ দুই দেশের মধ্যে ৩ টি টেস্ট, ৩ টি একদিনের ম্যাচ, একটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হবে৷ প্রথম টেস্ট ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে খেলা হবে৷ এরই মধ্যে ক্রিকেটের বাইরের খবর ভাইরাল (Viral News) হয়ে গেছে৷ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য অ্যাস্টন আগর (Ashton agar) ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি (Death Threat) দেওয়া হয়েছে৷ এইভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে জানে মারার হুমকি (Death Threat) পাকিস্তানের মাটিতে দেওয়া হওয়ার পর তদন্তে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি (PCB) , ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)৷
এদিকে তদন্তের পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় পাওয়া এই প্রাণনাশের হুমকিকে (Death Threat) গম্ভীরভাবে দেখছে না৷ তবে তারা বড়সড় ভয়ের বিষয় হিসেবে না দেখলেও নেটদুনিয়ায় এখন এটা ভাইরাল নিউজ (Viral News) হয়ে গেছে৷
advertisement
advertisement
প্রাপ্ত খবর অনুযায়ি অ্যাস্টন আগরের (Ashton agar) পার্টনার মেডেলিন সোশ্যাল মিডিয়ায় এক মেসেজ পান৷ যেখান কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি হুমকি দিয়েছিল৷ সেখানে লেখা ছিল অ্যাস্টন আগর পাকিস্তানে না এলে ভাল হবে না৷ দ্য সিডনি মর্নিং হেরাল্ড রিপোর্ট অনুযায়ি অ্যাস্টন আগরের পার্টনারকে পাঠানো মেসেজ অনুযায়ি অ্যাস্টন যেন পাকিস্তানে না আসেন৷ পাকিস্তানে এলে তিনি প্রাণে বাঁচবেন না৷ ’’ এরপরেই এই হুমকির তদন্ত করে পিসিবি (PCB) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া৷
advertisement
আরও পড়ুন - Attractive Eyes: ‘‘কাজল নয়না হরিণী’’ হতে চান, চোখের মতো চোখের নিচের ত্বকেরও যত্ন নিন ঠিক এইভাবে
তবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া দুই ক্রিকেট বোর্ডই জানিয়ে দিয়েছে এই বিষয়টি অত ভয়ের কিছু নয়৷
এই প্রাণনাশের হুমকি তিন স্তরে পরীক্ষা করা হচ্ছে৷ পিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়াও দুই দেশের সরকারি এজেন্সিরাও করছে৷ এটাকে ঝুঁকিপূর্ণ হুমকি নয় বললেও এর চেয়ে বেশি কোনও বিবৃতি দেয়নি কোনওপক্ষই৷
advertisement
এদিকে প্যাট কামিন্স পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (Pak vs Aus) সিরিজ খেলতে গিয়ে তাঁরা সুরক্ষার যা ব্যবস্থা দেখেছেন তাতে তাঁরা সুরক্ষিত৷ ২০০৯ তে শ্রীলঙ্কার ওপর আতঙ্কবাদী হামলার পরে কোনওদেশই খেলত না সেখানে৷ ২০১৫ থেকে ফের ধীরে ধীরে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যেতে শুরু করে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2022 12:01 PM IST