Viral News: হায় কপাল! ২৪ বছর বাদে পাকিস্তানে অস্ট্রেলিয়া, ক্রিকেটার ও পরিবারকে Death Threat!

Last Updated:

ক্রিকেটের বাইরের খবর ভাইরাল (Viral News) হয়ে গেছে৷ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য অ্যাস্টন আগর (Ashton agar) ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি (Death Threat) দেওয়া হয়েছে৷

pcb, cricket australia and security agencies investigate and dismiss threat against ashton agar- Photo- (Ashton agar Instagram)
pcb, cricket australia and security agencies investigate and dismiss threat against ashton agar- Photo- (Ashton agar Instagram)
#রাওয়ালপিন্ডি: অস্ট্রেলিয়া ক্রিকেট দল ২৪ বছর বাদে পাকিস্তান সফরে (Pak vs Aus) গেছে৷ দুই দেশের মধ্যে ৩ টি টেস্ট, ৩ টি একদিনের ম্যাচ, একটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হবে৷ প্রথম টেস্ট ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে খেলা হবে৷ এরই মধ্যে ক্রিকেটের বাইরের খবর ভাইরাল (Viral News) হয়ে গেছে৷ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য অ্যাস্টন আগর (Ashton agar) ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি (Death Threat) দেওয়া হয়েছে৷  এইভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে জানে মারার হুমকি (Death Threat) পাকিস্তানের মাটিতে দেওয়া হওয়ার পর তদন্তে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি (PCB)  , ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)৷
এদিকে তদন্তের পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় পাওয়া এই প্রাণনাশের হুমকিকে (Death Threat) গম্ভীরভাবে দেখছে না৷ তবে তারা বড়সড় ভয়ের বিষয় হিসেবে না দেখলেও নেটদুনিয়ায় এখন এটা ভাইরাল নিউজ (Viral News)  হয়ে গেছে৷
advertisement
advertisement
প্রাপ্ত খবর অনুযায়ি অ্যাস্টন আগরের (Ashton agar)  পার্টনার মেডেলিন সোশ্যাল মিডিয়ায় এক মেসেজ পান৷ যেখান কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি হুমকি দিয়েছিল৷ সেখানে লেখা ছিল অ্যাস্টন আগর পাকিস্তানে না এলে ভাল হবে না৷ দ্য সিডনি মর্নিং হেরাল্ড রিপোর্ট অনুযায়ি অ্যাস্টন আগরের পার্টনারকে পাঠানো মেসেজ অনুযায়ি অ্যাস্টন যেন পাকিস্তানে না আসেন৷ পাকিস্তানে এলে তিনি প্রাণে বাঁচবেন না৷ ’’ এরপরেই এই হুমকির তদন্ত করে পিসিবি (PCB) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া৷
advertisement
তবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া দুই ক্রিকেট বোর্ডই জানিয়ে দিয়েছে এই বিষয়টি অত ভয়ের কিছু নয়৷
এই প্রাণনাশের হুমকি তিন স্তরে পরীক্ষা করা হচ্ছে৷ পিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়াও দুই দেশের সরকারি এজেন্সিরাও করছে৷ এটাকে ঝুঁকিপূর্ণ হুমকি নয় বললেও এর চেয়ে বেশি কোনও বিবৃতি দেয়নি কোনওপক্ষই৷
advertisement
এদিকে প্যাট কামিন্স পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (Pak vs Aus) সিরিজ খেলতে গিয়ে তাঁরা সুরক্ষার যা ব্যবস্থা দেখেছেন তাতে তাঁরা সুরক্ষিত৷ ২০০৯ তে শ্রীলঙ্কার ওপর আতঙ্কবাদী হামলার পরে কোনওদেশই খেলত না সেখানে৷  ২০১৫ থেকে ফের ধীরে ধীরে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যেতে শুরু করে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral News: হায় কপাল! ২৪ বছর বাদে পাকিস্তানে অস্ট্রেলিয়া, ক্রিকেটার ও পরিবারকে Death Threat!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement