Virat Kohli's 100th Test Match: বিরাটের শততম ম্যাচে মাঠে দর্শক নেই, বিসিসিআইয়ের একচোখামি! ক্ষোভে ফুটছে নেটিজেনরা

Last Updated:

প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বোর্ডের (BCCI) সঙ্গে এই মুহূর্তে সমীকরণ ভাল নয় তা সকলেই জানেন৷ কিন্তু তা বলে এভাবে বিরাটের ১০০ তম ম্যাচে কোনও দর্শক ঢুকতে না দেওয়ার বিসিসিআইয়ের (BCCI and Virat Kohli) সিদ্ধান্তকে একেবারেই একচোখমি হিসেবে দেখছে নেটিজেনরা৷

Fans slam BCCI as Virat Kohli’s 100th Test is set to be played behind closed doors- Photo- PTI
Fans slam BCCI as Virat Kohli’s 100th Test is set to be played behind closed doors- Photo- PTI
#মোহালি:  হঠাৎই নাকি মোহালিতে করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে, আর তাই বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ (Virat Kohli's 100th Test Match) খেলা হবে বন্ধ দরজার পিছনে৷ ভারত বনাম শ্রীলঙ্কা  (Ind vs SL) প্রথম টেস্ট ম্যাচ বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) দুজনের জন্যেই বিশেষ৷ এই প্রথমবার সাদা জার্সিতে প্রথমবার অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা (Rohit Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli) জাতীয় দলের জার্সিতে ১০০ তম টেস্ট ম্যাচ (Virat Kohli's 100th Test Match)  খেলবেন৷
কিন্তু হঠাৎই পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়ে দেয় বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ খেলা হবে বন্ধ দরজার পিছনে৷ যা নিয়ে নেটিজেনদের একটা বড় অংশ চক্রান্ত দেখতে পাচ্ছেন৷ প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বোর্ডের (BCCI) সঙ্গে এই মুহূর্তে সমীকরণ ভাল নয় তা সকলেই জানেন৷ কিন্তু তা বলে এভাবে বিরাটের ১০০ তম ম্যাচে কোনও দর্শক ঢুকতে না দেওয়ার বিসিসিআইয়ের (BCCI and Virat Kohli) সিদ্ধান্তকে একেবারেই একচোখমি হিসেবে দেখছে নেটিজেনরা৷
advertisement
advertisement
প্রাথমিকভাবে বিরাট কোহলির শততম ম্যাচ (Virat Kohli's 100th Test Match)  খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকায়৷ কেপটাউনের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ হত বিরাট কোহলির (Virat Kohli)  শততম টেস্ট ম্যাচ৷ কিন্তু পিঠের চোটের জন্য বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি৷ তাই ভারতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট তাঁর শততম টেস্ট হয়ে যায়৷ বিরাট কোহলির ফ্যানরা সকলেই দারুণ খুশি হয়েছিলেন যে দেশের মাটিতেই এই অনন্য নজির গড়তে পারবেন কোহলি৷ কিন্তু দেশের মাটিতে বিরাট কোহলি নিজের শততম টেস্ট ম্যাচ খেললেও কোনও দর্শক মাঠে হাজির থাকতে পারছে না৷ এতেই চটে আগুন বিরাটের ফ্যানরা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিভিন্ন অংশ এভাবেই প্রতিবাদ করছেন যে সকলেই জানেন বিরাট ও বোর্ডের (BCCI and Virat Kohli) সম্পর্ক এই মুহূর্তে তলানিতে তা বলে এভাবে বিরাটের শততম টেস্টে মাঠে দর্শক ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত কার্যত অখেলোয়াড়চিত৷
করোনা ভাইরাস সংক্রমণের কারণে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ একদিনের সিরিজ বন্ধ দরজায় হলেও টি টোয়েন্টি সিরিজে দর্শক ছিল ইডেন গার্ডেন্সে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও মাঠে লোক হাজির ছিল৷ কিন্তু হঠাৎ করেই ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) প্রথম টেস্টে মাঠে দর্শক না ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli's 100th Test Match: বিরাটের শততম ম্যাচে মাঠে দর্শক নেই, বিসিসিআইয়ের একচোখামি! ক্ষোভে ফুটছে নেটিজেনরা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement