Home /News /sports /
Virat Kohli's 100th Test Match: বিরাটের শততম ম্যাচে মাঠে দর্শক নেই, বিসিসিআইয়ের একচোখামি! ক্ষোভে ফুটছে নেটিজেনরা

Virat Kohli's 100th Test Match: বিরাটের শততম ম্যাচে মাঠে দর্শক নেই, বিসিসিআইয়ের একচোখামি! ক্ষোভে ফুটছে নেটিজেনরা

Fans slam BCCI as Virat Kohli’s 100th Test is set to be played behind closed doors- Photo- PTI

Fans slam BCCI as Virat Kohli’s 100th Test is set to be played behind closed doors- Photo- PTI

প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বোর্ডের (BCCI) সঙ্গে এই মুহূর্তে সমীকরণ ভাল নয় তা সকলেই জানেন৷ কিন্তু তা বলে এভাবে বিরাটের ১০০ তম ম্যাচে কোনও দর্শক ঢুকতে না দেওয়ার বিসিসিআইয়ের (BCCI and Virat Kohli) সিদ্ধান্তকে একেবারেই একচোখমি হিসেবে দেখছে নেটিজেনরা৷

আরও পড়ুন...
 • Share this:

  #মোহালি:  হঠাৎই নাকি মোহালিতে করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে, আর তাই বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ (Virat Kohli's 100th Test Match) খেলা হবে বন্ধ দরজার পিছনে৷ ভারত বনাম শ্রীলঙ্কা  (Ind vs SL) প্রথম টেস্ট ম্যাচ বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) দুজনের জন্যেই বিশেষ৷ এই প্রথমবার সাদা জার্সিতে প্রথমবার অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা (Rohit Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli) জাতীয় দলের জার্সিতে ১০০ তম টেস্ট ম্যাচ (Virat Kohli's 100th Test Match)  খেলবেন৷

  কিন্তু হঠাৎই পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়ে দেয় বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ খেলা হবে বন্ধ দরজার পিছনে৷ যা নিয়ে নেটিজেনদের একটা বড় অংশ চক্রান্ত দেখতে পাচ্ছেন৷ প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বোর্ডের (BCCI) সঙ্গে এই মুহূর্তে সমীকরণ ভাল নয় তা সকলেই জানেন৷ কিন্তু তা বলে এভাবে বিরাটের ১০০ তম ম্যাচে কোনও দর্শক ঢুকতে না দেওয়ার বিসিসিআইয়ের (BCCI and Virat Kohli) সিদ্ধান্তকে একেবারেই একচোখমি হিসেবে দেখছে নেটিজেনরা৷

  আরও পড়ুন - Virat Kohli's 100th Test Match: কোহলির শততম ম্যাচে মাঠে থাকবেন না কোনও দর্শক, সিদ্ধান্ত জানাল পিসিএ

  প্রাথমিকভাবে বিরাট কোহলির শততম ম্যাচ (Virat Kohli's 100th Test Match)  খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকায়৷ কেপটাউনের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ হত বিরাট কোহলির (Virat Kohli)  শততম টেস্ট ম্যাচ৷ কিন্তু পিঠের চোটের জন্য বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি৷ তাই ভারতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট তাঁর শততম টেস্ট হয়ে যায়৷ বিরাট কোহলির ফ্যানরা সকলেই দারুণ খুশি হয়েছিলেন যে দেশের মাটিতেই এই অনন্য নজির গড়তে পারবেন কোহলি৷ কিন্তু দেশের মাটিতে বিরাট কোহলি নিজের শততম টেস্ট ম্যাচ খেললেও কোনও দর্শক মাঠে হাজির থাকতে পারছে না৷ এতেই চটে আগুন বিরাটের ফ্যানরা৷

  বিভিন্ন অংশ এভাবেই প্রতিবাদ করছেন যে সকলেই জানেন বিরাট ও বোর্ডের (BCCI and Virat Kohli) সম্পর্ক এই মুহূর্তে তলানিতে তা বলে এভাবে বিরাটের শততম টেস্টে মাঠে দর্শক ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত কার্যত অখেলোয়াড়চিত৷

  আরও পড়ুন - Attractive Eyes: ‘‘কাজল নয়না হরিণী’’ হতে চান, চোখের মতো চোখের নিচের ত্বকেরও যত্ন নিন ঠিক এইভাবে

  করোনা ভাইরাস সংক্রমণের কারণে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ একদিনের সিরিজ বন্ধ দরজায় হলেও টি টোয়েন্টি সিরিজে দর্শক ছিল ইডেন গার্ডেন্সে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও মাঠে লোক হাজির ছিল৷ কিন্তু হঠাৎ করেই ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) প্রথম টেস্টে মাঠে দর্শক না ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: IND vs SL, Rohit Sharma, Virat Kohli

  পরবর্তী খবর