মাত্র ৪ বছরে পোলিও আক্রান্ত, শারীরিক প্রতিবন্ধতার বিরুদ্ধে লড়ে একই অলিম্পিকে টানা প্রথম মার্কিন মহিলা হিসাবে টানা ৩টি সোনা জয়

Last Updated:

প্রথমে হাঁটতে পারতেন না, প্রবল লড়াই করে ঘুরে দাঁড়িয়ে, পেয়েছেন চিতার মত গতিবেগ, অনন্য নজির সৃষ্টি করেছেন

#নয়াদিল্লি: ছেলেবেলায় পোলিও জীবনের সমস্ত আশা কেড়ে নিয়েছিল ৷ তবুও সেই শিশুই খেলার দুনিয়ায় নিজের নাম নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন ৷ শারীরিক প্রতিবন্ধতা কাটিয়ে অলিম্পিকে একটি নয় তিন তিনটি সোনা জিতেছেন ৷ এই মহিলা অ্যাথলিটের নাম উইলমা রুডলফ ৷ যাঁর জীবনের গল্প অত্যন্ত প্রেরণা দায়ক ৷ তাঁর জীবনই বারেবারে প্রমাণ করেছে যে জীবনে কোনও কিছুই অসম্ভব নয় ৷ ইউলমা রুডলফ আমেরিকার এক দরিদ্র পরিবারে হয়েছিল ৷ মাত্র ৪ বছর বয়সে পোলিওর শিকার হয়েছিলেন তিনি ৷
উইলমা রুডলফ ৷ সংগৃহীত ছবি ৷ উইলমা রুডলফ ৷ সংগৃহীত ছবি ৷
লাঠির সাহায্যেই পথে চলাফেরা করতে হত ৷ চিকিৎসকেরাও নিশ্চিত করেছিলেন যে কখনও নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবেন না তিনি ৷ তবুও কঠিন পরিস্থিতিতে হেরে যাওয়া নয়, ক্রমশই লড়াই চালিয় গিয়েছেন ৷ তিনি দৌড় ঝাঁপ করতে চাইতেন তাই বিভিন্ন রকমের প্রয়াস করতেন তিনি ৷ সব সময়েই মাকে দৌড় ঝাঁপ করার বিষয়ে প্রশ্ন করতেন উইলমা ৷ ক্রমাগত জেদ ও অদম্য প্রয়াসে মাত্র ৯ বছর বয়সে চলাফেরা করতে শুরু করেছিলেন তিনি ৷ ১৩ বছর বয়সে প্রথমবার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৷
advertisement
advertisement
উইলমা রুডলফ ৷ সংগৃহীত ছবি ৷ উইলমা রুডলফ ৷ সংগৃহীত ছবি ৷
১৪ বছর বয়স থেকে জীবন বদলাতে শুরু করে ৷ যখন হাইস্কুলে বাস্কেটবল খেলা শুরু করেছিলেন ৷ ১৪ বছর বয়সেই টেনিস সামার ক্যাম্পে জয়লাভ করেছিলেন ৷ ১৯৫৬ সালে উইলমা অলিম্পিকের ট্রেড অ্যান্ড ট্রায়াল ফিল্ডে অংশগ্রহণ করেছিলেন ৷ মেলবোর্ন অলিম্পিকে ২০০ মিটার দৌড়ে পরবর্তী পর্যয়ে পৌঁচেছিলেন ৷ তবে রিলে রেসে রুপোর পদক পেয়েছিলেন ৷ ১৯৬০ সালে উইলমা অলিম্পিকে ১০০, ২০০, ১০০X৪ রিলে রেসে সোনার পদক পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ৷ এক অলিম্পিকে ৩টি সোনার পাওয়ার মত বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন ৷
advertisement
উইলমা রুডলফ ৷ সংগৃহীত ছবি ৷ উইলমা রুডলফ ৷ সংগৃহীত ছবি ৷
তিনিই প্রথম মার্কিন মহিলা ছিলেন যিনি একটি অলিম্পিকে ৩টি সোনার পদক জিতেছিলেন ৷ সেই সময়ে তিনি সব থেকে দ্রুত গতিতে দৌড়তে পারতেন মাত্র ২৩.২ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে সবাইকে তাক লাগিয়েছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মাত্র ৪ বছরে পোলিও আক্রান্ত, শারীরিক প্রতিবন্ধতার বিরুদ্ধে লড়ে একই অলিম্পিকে টানা প্রথম মার্কিন মহিলা হিসাবে টানা ৩টি সোনা জয়
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement