Jalpaiguri News: আদিবাসী নাচেই ভাগ্য বদল! পর্যটন থেকে লক্ষাধিক টাকা আয়, বড়দিনে বনবস্তিতে খুশির উপহার

Last Updated:
Jalpaiguri News: পর্যটকদের মনোরঞ্জনের মাধ্যমে অর্জিত অর্থ স্বীকৃতি হিসাবে তিন লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল বনবস্তিবাসীদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীর হাতে। বড়দিনের আগে এমন উপহার উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলেছে।
1/5
বড়দিনের উপহারে খুশি বনবস্তিবাসীরা। পর্যটকদের মনোরঞ্জনেই লক্ষলক্ষ টাকার চেক। খুশির জোয়ার বনবস্তিতে। বড়দিনে বনবস্তিবাসীদের মুখে হাসি ফোটাল জলপাইগুড়ি বন বিভাগ। (ছবি ও তথ্য: সুরজিৎ দে) 
বড়দিনের উপহারে খুশি বনবস্তিবাসীরা। পর্যটকদের মনোরঞ্জনেই লক্ষলক্ষ টাকার চেক। খুশির জোয়ার বনবস্তিতে। বড়দিনে বনবস্তিবাসীদের মুখে হাসি ফোটাল জলপাইগুড়ি বন বিভাগ। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
পর্যটকদের মনোরঞ্জনের মাধ্যমে অর্জিত উপার্জনের স্বীকৃতি হিসাবে তিন লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল বনবস্তিবাসীদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীর হাতে। এই মানবিক ও উৎসবমুখর উদ্যোগ ঘিরে খুশির আবহ ছড়িয়ে পড়ে ডুয়ার্সের লাটাগুড়ি অঞ্চলের বনবস্তিতে।
পর্যটকদের মনোরঞ্জনের মাধ্যমে অর্জিত উপার্জনের স্বীকৃতি হিসাবে তিন লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল বনবস্তিবাসীদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীর হাতে। এই মানবিক ও উৎসবমুখর উদ্যোগ ঘিরে খুশির আবহ ছড়িয়ে পড়ে ডুয়ার্সের লাটাগুড়ি অঞ্চলের বনবস্তিতে।
advertisement
3/5
জলপাইগুড়ি বন বিভাগের অধীন লাটাগুড়ি রেঞ্জের আওতায় গঠিত এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে চেক তুলে দেন বিভাগীয় বনাধিকারিক বিকাশ ভি। উপস্থিত ছিলেন লাটাগুড়ি রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত-সহ রেঞ্জের বনকর্মীরা। বড়দিনের উৎসবের প্রাক্কালে এই আর্থিক সহায়তা বনবস্তিবাসীদের কাছে এক বড় উপহার হিসেবেই ধরা দিয়েছে।
জলপাইগুড়ি বন বিভাগের অধীন লাটাগুড়ি রেঞ্জের আওতায় গঠিত এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে চেক তুলে দেন বিভাগীয় বনাধিকারিক বিকাশ ভি। উপস্থিত ছিলেন লাটাগুড়ি রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত-সহ রেঞ্জের বনকর্মীরা। বড়দিনের উৎসবের প্রাক্কালে এই আর্থিক সহায়তা বনবস্তিবাসীদের কাছে এক বড় উপহার হিসেবেই ধরা দিয়েছে।
advertisement
4/5
রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, এর আগেও বনবস্তিবাসীদের নিয়ে গঠিত সেলফ হেল্প গ্রুপের বিশেষ নৃত্যদল ডুয়ার্স ভ্রমণে আসা দেশ-বিদেশের পর্যটকদের সামনে আদিবাসী সংস্কৃতি তুলে ধরে অতিরিক্ত আয় করেছে। আদিবাসী নাচ, ছন্দ আর লোকসংস্কৃতির মাধ্যমে পর্যটকদের মন জয় করেছে এই দল। সেই উপার্জনের অর্থই গত তিন মাসের হিসেব অনুযায়ী বড়দিনে সদস্যদের হাতে তুলে দেওয়া হল।
রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, এর আগেও বনবস্তিবাসীদের নিয়ে গঠিত সেলফ হেল্প গ্রুপের বিশেষ নৃত্যদল ডুয়ার্স ভ্রমণে আসা দেশ-বিদেশের পর্যটকদের সামনে আদিবাসী সংস্কৃতি তুলে ধরে অতিরিক্ত আয় করেছে। আদিবাসী নাচ, ছন্দ আর লোকসংস্কৃতির মাধ্যমে পর্যটকদের মন জয় করেছে এই দল। সেই উপার্জনের অর্থই গত তিন মাসের হিসেব অনুযায়ী বড়দিনে সদস্যদের হাতে তুলে দেওয়া হল।
advertisement
5/5
বনবস্তিবাসীদের বক্তব্য, এই উদ্যোগ শুধু আর্থিক সুরাহাই নয়, তাঁদের সংস্কৃতি ও পরিচিতিকেও নতুন করে তুলে ধরেছে। বন ও মানুষের সহাবস্থানের এই মডেল পর্যটনকে যেমন সমৃদ্ধ করছে, তেমনই স্বনির্ভরতার পথে এগিয়ে দিচ্ছে বনাঞ্চলের মানুষদের। বড়দিনের আগে এমন উপহার তাঁদের উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছে। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
বনবস্তিবাসীদের বক্তব্য, এই উদ্যোগ শুধু আর্থিক সুরাহাই নয়, তাঁদের সংস্কৃতি ও পরিচিতিকেও নতুন করে তুলে ধরেছে। বন ও মানুষের সহাবস্থানের এই মডেল পর্যটনকে যেমন সমৃদ্ধ করছে, তেমনই স্বনির্ভরতার পথে এগিয়ে দিচ্ছে বনাঞ্চলের মানুষদের। বড়দিনের আগে এমন উপহার তাঁদের উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছে। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
advertisement
advertisement