ভারতীয় খেলার সর্বোচ্চ সম্মান পাচ্ছেন বিরাট-চানু
Last Updated:
২৯ বছরের কোহলি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন৷ তাই বিরাটের খেলরত্ন পুরস্কারের প্রস্তাব মঞ্জুর করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর৷ এর আগে খেলার দুনিয়ার সর্বোচ্চ সম্মান ক্রিকেটে পেয়েছেন সচিন তেন্ডুলকার (১৯৯৭) ও বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৭)৷
#নয়াদিল্লি: এ বছর রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারোত্তলক মীরাবাই চানু৷ রাজীব গান্ধি খেলরত্ন হল ভারতের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান৷
২৯ বছরের কোহলি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন৷ তাই বিরাটের খেলরত্ন পুরস্কারের প্রস্তাব মঞ্জুর করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর৷ এর আগে খেলার দুনিয়ার সর্বোচ্চ সম্মান ক্রিকেটে পেয়েছেন সচিন তেন্ডুলকার (১৯৯৭) ও বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৭)৷
গত বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস-এ ৪৮কেজি বিভাগে সোনা জিতেছেন চানু৷ কমনওয়েল্থ গেমস-এও সোনা জিতেছেন তিনি৷ তবে এশিয়ান গেমস-এ চোটের জন্য অংশ নিতে পারেননি ভারতের এই তারকা ভারোত্তলক৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2018 3:45 PM IST