Tokyo Paralympics : পদকজয়ীদের ফোন প্রধানমন্ত্রীর, অ্যাথলিটদের সাফল্যে ভাসছে গোটা দেশ , দেখুন

Last Updated:

ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের খুশি প্রধানমন্ত্রী থেকে আমজনতা৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) টোকিও  প্যারালিম্পিক্সে  (Tokyo Paralympics)  ভারতীয় অ্যাথলিটদের একের পর এক পদক জয়ের ঘটনায় উচ্ছ্বসিত৷ সোমবার দিন তিনি দেশের অ্যাথলিটদের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের ফোনও করেন প্রধানমন্ত্রী৷ এখনও অবধি ভারত দুটি সোনা সহ মোট ৭ টি পদক জিতেছে এবারের প্যারালিম্পিক্সে৷ ভারতের প্যারালিম্পিক্সে এখনও অবধি এটা সেরা পারফরম্যান্স৷ ২০১৬ সালে রিও অলিম্পিক্সে ভারত চারটি পদক জিতেছিল৷
জ্যাভলিন থ্রোয়ার সুমিত অন্তিল  (Sumit Antil)  পুরুষদের F-64 বিভাগে বিশ্বরেকর্ড করে প্যারালিম্পিক্সের দ্বিতীয় সোনা জেতান৷ হরিয়ানার সোনিপতে ২৩ বছরের সুমিত নিজের পঞ্চম ট্রাইতে ৬৮.৫৫ মিটার জ্যাভলিন থ্রো করেন৷ এটা নতুন বিশ্বরেকর্ড৷ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে ফোনে কথা বলেন৷ সোনা জয়ীর সঙ্গে ফোনে কী বলেছেন তা নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে খবর দিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই৷
advertisement
advertisement
advertisement
এর আগে শ্যুটার অবনি লেখরা ১০ মিটার এয়ার রাইফেলে ক্লাস এসএইচ ১ বিভাগে সোনার পদক জেতেন৷ যা ভারতীয় অ্যাথলিটদের জন্য নতুন ইতিহাস৷ তিনি ফাইনালে ২৪৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্ব রেকর্ড করেন৷ এই ফলাফলের ভিত্তিতেই তিনি প্রথম হন৷ এটাই এবারের টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম স্বর্ণ পদক ছিল৷ তিনি প্যারালিম্পিক্সে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা ও সর্বমোট পদকজয়ী মহিলাদের মধ্যে তিন নম্বর হলেন৷
advertisement
অবনি লেখরার সোনা জয়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন৷
এদিকে একের পর এক অ্যাথলিটের পদক জয়ের ঘটনায় গোটা দেশে টুকরো টুকরো উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে৷ হরিয়ানার সোনিপতে সুমিত অন্তিলকে নিয়ে আনন্দ শুরু হয়৷
advertisement
সব মিলিয়ে সোমবার দিন ভারতীয় অ্যাথলিটদের জন্য দারুণ পয়া দিন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Paralympics : পদকজয়ীদের ফোন প্রধানমন্ত্রীর, অ্যাথলিটদের সাফল্যে ভাসছে গোটা দেশ , দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement