Tokyo Paralympics : পদকজয়ীদের ফোন প্রধানমন্ত্রীর, অ্যাথলিটদের সাফল্যে ভাসছে গোটা দেশ , দেখুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের খুশি প্রধানমন্ত্রী থেকে আমজনতা৷
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics) ভারতীয় অ্যাথলিটদের একের পর এক পদক জয়ের ঘটনায় উচ্ছ্বসিত৷ সোমবার দিন তিনি দেশের অ্যাথলিটদের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের ফোনও করেন প্রধানমন্ত্রী৷ এখনও অবধি ভারত দুটি সোনা সহ মোট ৭ টি পদক জিতেছে এবারের প্যারালিম্পিক্সে৷ ভারতের প্যারালিম্পিক্সে এখনও অবধি এটা সেরা পারফরম্যান্স৷ ২০১৬ সালে রিও অলিম্পিক্সে ভারত চারটি পদক জিতেছিল৷
জ্যাভলিন থ্রোয়ার সুমিত অন্তিল (Sumit Antil) পুরুষদের F-64 বিভাগে বিশ্বরেকর্ড করে প্যারালিম্পিক্সের দ্বিতীয় সোনা জেতান৷ হরিয়ানার সোনিপতে ২৩ বছরের সুমিত নিজের পঞ্চম ট্রাইতে ৬৮.৫৫ মিটার জ্যাভলিন থ্রো করেন৷ এটা নতুন বিশ্বরেকর্ড৷ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে ফোনে কথা বলেন৷ সোনা জয়ীর সঙ্গে ফোনে কী বলেছেন তা নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে খবর দিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই৷
advertisement
#WATCH: PM Modi telephoned #SumitAntil &congratulated him on winning Gold & for a historic performance
PM told him that he made the nation proud&appreciated his spirit of resilience. He added that youngsters would be inspired by Sumit.He pointed that he has made his family proud pic.twitter.com/PwKnAGG0rS — ANI (@ANI) August 30, 2021
advertisement
advertisement
এর আগে শ্যুটার অবনি লেখরা ১০ মিটার এয়ার রাইফেলে ক্লাস এসএইচ ১ বিভাগে সোনার পদক জেতেন৷ যা ভারতীয় অ্যাথলিটদের জন্য নতুন ইতিহাস৷ তিনি ফাইনালে ২৪৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্ব রেকর্ড করেন৷ এই ফলাফলের ভিত্তিতেই তিনি প্রথম হন৷ এটাই এবারের টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম স্বর্ণ পদক ছিল৷ তিনি প্যারালিম্পিক্সে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা ও সর্বমোট পদকজয়ী মহিলাদের মধ্যে তিন নম্বর হলেন৷
advertisement
অবনি লেখরার সোনা জয়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন৷
এদিকে একের পর এক অ্যাথলিটের পদক জয়ের ঘটনায় গোটা দেশে টুকরো টুকরো উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে৷ হরিয়ানার সোনিপতে সুমিত অন্তিলকে নিয়ে আনন্দ শুরু হয়৷
#WATCH | Family members & friends of para javelin thrower Sumit Antil celebrate by dancing in Haryana's Sonipat
Sumit Antil won a Gold medal in Men's Javelin Throw with a World Record throw of 68.55m at Tokyo Paralympics pic.twitter.com/9OpcUjEx13 — ANI (@ANI) August 30, 2021
advertisement
সব মিলিয়ে সোমবার দিন ভারতীয় অ্যাথলিটদের জন্য দারুণ পয়া দিন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2021 9:39 PM IST