Tokyo Olympics 2020: টোকিওয়ে ইতিহাস গড়া হল না রানিদের, হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৪-৩ গোলে হার ভারতের মেয়েদের

Last Updated:

Indian women's hockey team finishes 4th at Olympic Games: অনেক লড়াই করেও শেষপর্যন্ত গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হার স্বীকার ভারতের ৷ রুদ্ধশ্বাস ম্যাচে এদিন ব্রিটেন জয় পেল ৪-৩ গোলে ৷

Photo: Twitter
Photo: Twitter
ভারত: ৩   গ্রেট ব্রিটেন: ৪
টোকিও: টোকিওয়ে ইতিহাস গড়া হল না ভারতের মহিলা হকি দলের ! অলিম্পিকে এই প্রথমবার পোডিয়ামে ওঠার হাতছানি ছিল ভারতীয় মহিলা হকি দলের সামনে ৷ কিন্তু অনেক লড়াই করেও শেষপর্যন্ত গ্রেট ব্রিটেনের কাছে হার স্বীকার ভারতের মেয়েদের ৷ রুদ্ধশ্বাস ম্যাচে এদিন ব্রিটেন জয় পেল ৪-৩ গোলে ৷
advertisement
advertisement
প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্রিটেন। কিন্তু গুরজিতের জোড়া গোলে ম্যাচে ফেরে ভারত। দুটো গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। কোয়ার্টার শেষ হওয়ার আগের মুহূর্তে গোল করেন বন্দনা। ম্যাচে আগাগোড়াই হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে এদিন ৷ কিন্তু শেষ হাসি হাসেন ব্রিটেনের খেলোয়াড়রাই ৷
advertisement
ব্রোঞ্জের ম্যাচে হেরে গেলেও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিলেন রানিরা। গত বারের সোনাজয়ী গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে এক সময় ০-২ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। তবে কখনও লড়াই ছাড়েনি ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দুই গোল হজম করলেও তিন গোল করে ফিরে আসে দল। ভারত ৩-২ গোলের লিড অবশ্য খুব বেশি সময় ধরে রাখতে পারেনি ৷ কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে ব্রিটেন ৷ তারপর আরও একটি গোল করে ৪-৩-এ এগিয়ে যায় তারা ৷ এরপর আর সমতায় ফিরতে পারেনি ভারত ৷ ম্যাচের একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালান রানিরা ৷ রিও অলিম্পিকে অত্যন্ত খারাপ পারফরম্যান্সের পর ৫ বছরের মধ্যেই খেলায় এতটা উন্নতি ভারতের মহিলা হকি দলের, সত্যি অবিশ্বাস্য ! রানিদের এই লড়াইকে কুর্নিশ জানাতেই হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: টোকিওয়ে ইতিহাস গড়া হল না রানিদের, হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৪-৩ গোলে হার ভারতের মেয়েদের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement