Tokyo Olympics Updates: ফাইনাল থেকে নাম তুললেন অলিম্পিক্সে চারবারের সোনাজয়ী সিমোনে বাইলস

Last Updated:

টোকিও অলিম্পিক্সে আর্টিস্টিক জিমন্যাস্টের ফাইনাল থেকে নাম তুলে নিলেন সিমোনে বাইলস।

#টোকিও: অলিম্পিক্সে চারবারের সোনাজয়ী তিনি। সেই তিনিই কি না এবার চোটে জেরবার। আর্টিস্টিক জিমন্যাসটিক্সের দলগত ফাইনাল থেকে নাম তুললেন সিমোনে বাইলস। ২০১৬ সালের রিও অলিম্পিক্সেও সোনার পদক জিতেছিলেন মার্কিন এই জিমন্যাস্ট। কিন্তু এবার তিনি চোটের কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জানা যাচ্ছে, সিমোনের চোটের পরীক্ষা হবে রোজ। গুরুতর চোট বলেই মনে করছেন অনেকে। তবে কী করে তিনি এমন গুরুতর চোট পেলেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এমনকী তাঁর দলের তরফেও এই ব্যাপারে কিছু জানানো হয়নি।
টোকিও অলিম্পিক্সের অনেকে বলছেন, প্রথম দিন ভল্ট দেওয়ার সময় পায়ে চোট পেয়েছিলেন সিমোনে বাইলস। অনেকে আবার বলছেন, মানসিক সমস্যার জন্যই নাম তুলে নিয়েছেন তিনি। কারণ মঙ্গলবার প্রথম ভোল্টের পর আমেরিকার একজন কোচের সঙ্গে তিনি অ্যারিয়েক জিমন্যাসটিক্স সেন্টার ছেড়ে গিয়েছিলেন। এর পরই মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানায়, সিমোনে বাইলস সেদিন মানসিক সমস্যার জন্যই অ্যারিয়েক জিমন্যাসটিক্স সেন্টার ছেড়ে বেরিয়েছিলেন। তবে তাঁর পায়ের চোটের কারণটিকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকেই বলেছেন, মঙ্গলবার ভল্টের সময় ভারসাম্য হারিয়ে পায়ে চোট পেয়েছেন সিমোনে।
advertisement
advertisement
advertisement
টোকিও অলিম্পিক্স শুরুর কিছুদিন আগেই সিমোনে জানিয়েছিলেন, তিনি মানসিকভাবে বিধ্বস্ত। কারণ তিনি অলিম্পিক্স টিম ডাক্তার ল্য়ারি নাসারের যৌন লালসার শিকার হয়েছিলেন। সিমোনে দাবি করেছিলেন, তাঁর মতো আরও অনেক অ্যাথলিট ল্যারির লালসার শিকার হয়েছেন। তবে ল্যারি তাঁর কৃতকর্মের শাস্তি পেয়েছেন। তিনি এখন কারদণ্ড ভোগ করছেন। কিছুদিন আগে বাইলস সোশ্যাল মিডিয়ায় এমনও লিখেছিলেন, তিনি ডান পায়ের গোড়ালিতে যন্ত্রণায় কাবু। মে মাসে ট্রেনিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics Updates: ফাইনাল থেকে নাম তুললেন অলিম্পিক্সে চারবারের সোনাজয়ী সিমোনে বাইলস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement