#টোকিও:
অলিম্পিক্সে চারবারের সোনাজয়ী তিনি। সেই তিনিই কি না এবার চোটে জেরবার। আর্টিস্টিক জিমন্যাসটিক্সের দলগত ফাইনাল থেকে নাম তুললেন সিমোনে বাইলস। ২০১৬ সালের রিও অলিম্পিক্সেও সোনার পদক জিতেছিলেন মার্কিন এই জিমন্যাস্ট। কিন্তু এবার তিনি চোটের কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জানা যাচ্ছে, সিমোনের চোটের পরীক্ষা হবে রোজ। গুরুতর চোট বলেই মনে করছেন অনেকে। তবে কী করে তিনি এমন গুরুতর চোট পেলেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এমনকী তাঁর দলের তরফেও এই ব্যাপারে কিছু জানানো হয়নি।টোকিও অলিম্পিক্সের অনেকে বলছেন, প্রথম দিন ভল্ট দেওয়ার সময় পায়ে চোট পেয়েছিলেন সিমোনে বাইলস। অনেকে আবার বলছেন, মানসিক সমস্যার জন্যই নাম তুলে নিয়েছেন তিনি। কারণ মঙ্গলবার প্রথম ভোল্টের পর আমেরিকার একজন কোচের সঙ্গে তিনি অ্যারিয়েক জিমন্যাসটিক্স সেন্টার ছেড়ে গিয়েছিলেন। এর পরই মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানায়, সিমোনে বাইলস সেদিন মানসিক সমস্যার জন্যই অ্যারিয়েক জিমন্যাসটিক্স সেন্টার ছেড়ে বেরিয়েছিলেন। তবে তাঁর পায়ের চোটের কারণটিকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকেই বলেছেন, মঙ্গলবার ভল্টের সময় ভারসাম্য হারিয়ে পায়ে চোট পেয়েছেন সিমোনে।
Official statement: "Simone Biles has withdrawn from the team final competition due to a medical issue. She will be assessed daily to determine medical clearance for future competitions."
— USA Gymnastics (@USAGym) July 27, 2021
Thinking of you, Simone! pic.twitter.com/QA1GYHwWTv
Reports are stating that Simone Biles is being attended to by a trainer and has left the field of play at the Ariake Gymnastics Centre #Tokyo2020 #SimoneBiles has not warmed up for the uneven bars, USA's second apparatus and reserve Jordan Chiles has.
— #Tokyo2020 (@Tokyo2020) July 27, 2021
More to come.. pic.twitter.com/dGyacVsVQO
টোকিও অলিম্পিক্স শুরুর কিছুদিন আগেই সিমোনে জানিয়েছিলেন, তিনি মানসিকভাবে বিধ্বস্ত। কারণ তিনি অলিম্পিক্স টিম ডাক্তার ল্য়ারি নাসারের যৌন লালসার শিকার হয়েছিলেন। সিমোনে দাবি করেছিলেন, তাঁর মতো আরও অনেক অ্যাথলিট ল্যারির লালসার শিকার হয়েছেন। তবে ল্যারি তাঁর কৃতকর্মের শাস্তি পেয়েছেন। তিনি এখন কারদণ্ড ভোগ করছেন। কিছুদিন আগে বাইলস সোশ্যাল মিডিয়ায় এমনও লিখেছিলেন, তিনি ডান পায়ের গোড়ালিতে যন্ত্রণায় কাবু। মে মাসে ট্রেনিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।