হোম /খবর /খেলা /
Tokyo Olympics : Ravi Dahiya। সোনা হাতছাড়া, রুপোতেই থামতে হল রবিকে

Tokyo Olympics : Ravi Dahiya। সোনা হাতছাড়া, রুপোতেই থামতে হল রবিকে

রবির স্বপ্ন শেষ হল রুপোতে

রবির স্বপ্ন শেষ হল রুপোতে

Tokyo Olympics Ravi Kumar lost gold medal match. পারলেন না রবি কুমার। সোনার পদকের লড়াইয়ে রাশিয়ার কুস্তিগীরের বিরুদ্ধে ৭-৪ হেরে গেলেন ভারতীয়

  • Last Updated :
  • Share this:

#টোকিও: পারলেন না রবি কুমার। সোনার পদকের লড়াইয়ে রাশিয়ার কুস্তিগীরের বিরুদ্ধে ৭-৪ হেরে গেলেন ভারতীয়। প্রথম তিন মিনিটে পিছিয়ে ছিলেন ২-৪ ব্যবধানে। রাশিয়ান কুস্তিগীর আক্রমণ এবং ডিফেন্স দুটোতেই এগিয়েছিলেন।রবির পক্ষে লড়াইটা সহজ হবে না জানা ছিল। ফাইনালে তার প্রতিপক্ষ জাউর উগুয়েভ মুখোমুখি লড়াইয়ে এগিয়েছিলেন। ২০১৯ বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপ রবিকে তিনি হারিয়েছিলেন ৬-৪ ব্যবধানে।

টোকিওতে আমেরিকা, উজবেকিস্তান এবং ইরানের কুস্তিগীরদের বিরুদ্ধে সহজ জয় আদায় করে নেন। তাই ফাইনালে তিনি ফেভারিট ছিলেন তাতে সন্দেহ নেই। রবি জিতলে সেটাই হত মিরাকেল। কিন্তু রবি ঠান্ডা মাথার লড়াকু কুস্তিগীর। বেশি কথা বলতে পছন্দ করেন না। রুশ কুস্তিগীরের খেলার ধরণ যে তাঁর একেবারে অজানা ছিল এমন নয়।

 ছেলের লড়াই দেখার জন্য টিভির সামনে উপচে পড়েছিল গোটা গ্রাম। হরিয়ানার অখ্যাত নাহরি গ্রামের নাম কজন শুনেছেন জানা নেই। কিন্তু আজ ভারতবর্ষের বুকে রবি দাহিয়ার কল্যানে এই গ্রাম বিখ্যাত হয়ে গিয়েছে। প্রথম অলিম্পিকে নেমেই রুপো নিশ্চিত করেছেন এই গ্রামের ছেলে।রবির বাবা রাকেশ দাহিয়া জানিয়েছেন ছেলের জয় মানে দেশের জয়। দেশের জয় মানে গ্রামের জয়।

এই দিন দেখার জন্যই বেঁচে আছেন। কিন্তু বাবা এটাও জানাতে ভুললেন না ছেলে যখন ফাইনালে উঠেছে, তখন দেশের জন্য স্বর্ণপদক নিয়েই ফিরবে। বাবা আশাবাদী আগামীকাল ভারতবর্ষের অলিম্পিক ইতিহাসে নতুন অধ্যায় রচিত হবে। তবে রবির সামনে রাশিয়ার জাভুর উগেভ। দু বারের বিশ্বচ্যাম্পিয়ন। অভিজ্ঞতায় এগিয়ে।শেষ পর্যন্ত তাই হল। স্বর্ণপদক নিয়ে ফিরলেন রাশিয়ান। রবি স্বপ্ন শেষ হল রুপোতে।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Tokyo Olympics 2020