Tokyo olympics: দেশের স্পোর্টস হাব এখন ওড়িশা, নবীন পট্টনায়েককে ধন্যবাদ রানি রামপালের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ধন্যবাদ জানালেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়িকা রানি রামপাল।
#টোকিও: একটা সময় বাংলা ছিল খেলাধূলার আঁতুরঘর। ফুটবল, হকি, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ব্যাডমিন্টন, টেবল টেনিসে বাংলা থেকে ক্রীডা়বিদরা দেশ ও আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতেন। কিন্তু সেসব এখন অতীত। হাতে গোনা কয়েকজন অ্যাথলিটই এখন বাংলা থেকে জাতীয় বা অন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করেন। তবে বাংলার পড়শি রাজ্য এখন দেশের স্পোর্টস হাব। ওড়িশা সরকার বাজেটের একটা বড় অংশ সরিয়ে রাখে রাজ্যের খেলাধূলার উন্নয়নে। তাই পড়শি রাজ্য থেকে দ্যুতি চাঁদ, রানি রামপালের মতো অ্যাথলিটরা আন্তর্জাতিক মঞ্চে দাপিয়ে পারফর্ম করছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের উদ্যোগে খেলাধূলার পরিকাঠামো উন্নয়নে অনেক কিছুই করছে বাংলার প্রতিবেশি রাজ্য।
ভারতীয় মহিলা দল টোকিও অলিম্পিক্স থেকে পদক জিতে ফিরতে পারছে না ঠিকই। তবে রানি রামপালের দলের মেয়েরা দেশবাসীর হৃদয় জিতে নিয়েছেন। গ্রেট ব্রিটেনের কাছে হারের পর অবশ্য হতাশায় ভেঙে পড়েছিলেন ভারতীয় মেয়েরা। মাঠেই কান্নায় ভেঙে পড়েন অনেকে। আসলে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে লড়াকু মানসিকতা নিয় লড়েও শেষমেশ পদক জিততে পারেনি ভারতীয় মেয়েরা। তবে তাঁদের লড়াইকে কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ। এদিন দলের অধিনায়িকা রানী রামপাল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি টুইটাকে একটি ভিডিও বার্তায় বলেছেন, আপনার সমর্থন ও সহায়তা ছাড়া টোকিও অলিম্পিক্সে আমাদের এতদূর আসাটাও সম্ভব ছিল না। আমাদের যোগ্যতার উপর ভরসা রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। গার্লস ইন ব্লু-এর প্রতিটি সদস্য আপনাকে শ্রদ্ধা জানাচ্ছে।
advertisement
Our journey to the Tokyo Olympics wouldn't have been possible without the support and guidance of the Hon’ble Chief Minister of Odisha Shri @Naveen_Odisha Ji.
— Rani Rampal (@imranirampal) August 6, 2021
Thank you for trusting in our abilities.@CMO_Odisha @sports_odisha pic.twitter.com/oj79thmkEA
advertisement
advertisement
রানি রামপাল এদিন আরও বলেন,, কঠিন পরিশ্রম ও লড়াকু মানসিকতার জন্য আমাদের মেয়েদের হকি দলকে এখন সারা বিশ্ব চেনে। নবীন স্যর আমাদের প্ল্যাটফর্ম দিয়েছিলেন। সাফল্য়ের জন্য যা যা প্রয়োজন, আমরা সবই পেয়েছি সরকারের কাছ থেকে। এটা তো সবে শুরু। আমরা আপনাকে হতাশ হতে দেব না। উল্লেখ্য, মহিলাদের হকি দলের স্পনসরশিপের দায়িত্ব নিয়েছিল ওড়িশা সরকার। তিন বছরের স্পনসরশিপে মেয়েদের হকি দলকে একাধিক সুযোগ সুবিধা দিয়েছে ওড়িশা সরকার। গত বেশ কিছু বছর ধরেই হকির উপর ফোকাস করেছে ওড়িশা সরকার। এর আগে পুরুষদের হকি বিশ্বকাপ, ওয়ার্ল্ড লিগ, প্রো লিগ, অলিম্পিক্স কোয়ালিফায়ার আয়োজন করেছে বাংলার পড়শি রাজ্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2021 7:21 PM IST