Tokyo Olympics: ক্রিকেট নয়, আগামীকাল সোনার জন্য লড়বে ভারত-পাকিস্তান

Last Updated:

শনিবার টোকিও অলিম্পিক্সের জ্যাভেলিন থ্রো-র ফাইনালে লড়বেন নীরজ চোপড়া ও আরশাদ নাদিম।

#টোকিও: এতদিন ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই দেখেছেন। হকিতেও হয়তো দেখেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের টক্কর। তবে এর আগে নিশ্চয়ই সোনার পদকের জন্য দুই পড়শি দেশের লড়াই দেখার সুযোগ পাননি। ৭ অগাস্ট টোকিও অলিম্পিক্সে ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াই। আর এবার লড়াই জ্যাভেলিনে। আগামীকাল অর্থাত শনিবার জ্যাভেলিন থ্রো-এর ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই। ভারতের নীরজ চোপড়া (neeraj chopra) এবং পাকিস্তানের আরশাদ নাদিম (Arshad Nadeem) সোনার পদক জয়ের জন্য শনিবার ফাইনালে নামবেন। দুজনেই গেমসে এখনও পর্যন্ত অসাধারণ পারফর্ম করেছেন। তাই শনিবার জ্যাভেলিন থ্রো-এর ফাইনালে কঠিন লড়াই হবে বলে নিশ্চিত থাকা যায়।
যোগ্যতা নির্ণায়ক পর্বে ভারত ও পাকিস্তানের দুই তারকা জ্যাভেলিন থ্রোয়ার শীর্ষে ছিলেন। দুজনেই ফর্মে রয়েছেন। কোয়ালিফিকেশন মার্ক ঘরে তুলতে নীরজ বা আরশাদ, কারও সমস্যা হয়নি। ৮৬.৬৫ মিটার থ্রো করে নীরজ চোপড়া শীর্ষ স্থান দখল করেছিলেন। ৮৫.১৬ মিটার থ্রো করে আরশাদ গ্রুপ বি-তে তিন নম্বরে ছিলেন। নীরজ চোপড়া ছিলেন গ্রুপ এ-তে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতের পদক খরা বহু বছরের। দ্যাুতি চাঁদদের পদক জয়ের ব্যাপারে আশা ছিল। কিন্তু ভারতের একের পর এক ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট ছিটকে গিয়েছেন। তাই এখন সব আশা নীরজকে ঘিরেই। গত কয়েক বছর ধরে একের পর এক আন্তর্জাতিক ইভেন্টে দুরন্ত পারফর্ম করেছেন। ২০১৬ সালে ভারতে আয়োজিত South Asian Games-এ নীরজ চোপড়া সোনা জিতেছিলেন। ওই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন পাকিস্তানের আরশাদ। আসুন শনিবারের হাইভোল্টেজ লড়াইয়ের সব খুঁটিনাটি জেনে নেওয়া যাক-
advertisement
শনিবার নীরজ চোপড়ার জ্যাভেলিন থ্রো ফাইনাল হবে বিকেল সাড়ে চারটেয়। সোনি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে খেলা। SonyLIV ও জিও টিভিতে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics: ক্রিকেট নয়, আগামীকাল সোনার জন্য লড়বে ভারত-পাকিস্তান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement