Deepak Punia vs Myles Amine : শেষ ১০ সেকেন্ডে পদক হাতছাড়া দীপকের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Deepak Punia lose bronze medal in last ten seconds. দীপক আশা জাগিয়েছিলেন বললে ভুল হবে না। কিন্তু শেষ ১০ সেকেন্ড ধরে রাখতে পারলেন না
সিঙ্গল লেগ এটাক করলেন প্রতিপক্ষ। দীপককে নিয়ে গেলেন ম্যাটের বাইরে। দুই পয়েন্ট তুলে নিলেন আমিন। ভারতের পক্ষ থেকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। কিন্তু জুরিদের রায় দীপকের বিপক্ষে যায়। নিশ্চিত জেতা ম্যাচ হাতছাড়া করলেন তিনি। অনভিজ্ঞতা এবং কিছুটা চাপ নিতে না পারার ক্ষমতা পার্থক্য করে দিল।
India’s Deepak Punia goes down against Myles Amine 2-4 in the bronze medal clash of the 86 Kg Men’s Freestyle wrestling at #Tokyo2020. You’ve made the whole country proud with your achievement at the #Olympics.#Cheer4India
— SAIMedia (@Media_SAI) August 5, 2021
advertisement
advertisement
এর আগে নাইজেরিয়া এবং চিনের কুস্তিগীরকে হারালেও মার্কিন কুস্তিগীর ডেভিড টেলরের কাছে দাঁড়াতে পারেননি দীপক। মার্কিন কুস্তিগীর ডেভিড মরিস টেলরকে হারানোর ক্ষমতা হয়তো তার ছিল না। মাত্র তিন মিনিটের মধ্যে ম্যাচটা হেরে গেলেন দীপক।
০-১০ ব্যবধানে আত্মসমর্পণ করলেন বললে ভাল হয়। দেখার ছিল আগের দিনের হার ভুলে আজ কমপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে পারেন কিনা। আশা জাগিয়েছিলেন বললে ভুল হবে না। কিন্তু শেষ ১০ সেকেন্ড ধরে রাখতে পারলেন না। আর একটা পদক হাতছাড়া হল ভারতের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2021 5:43 PM IST

