Tokyo Olympics 2020: Brazil।মিশরকে হারিয়ে শেষ চারে উঠল ব্রাজিল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
মিশরকে হারিয়ে শেষ চারে উঠে গেছে গতবারের অলিম্পিকে সোনা জয়ী ব্রাজিল। আজ শনিবার ছেলেদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে জয় পায় সেলেসাওরা। ম্যাথিউস কুনহার ৩৭তম মিনিটের গোল খেলার ভাগ্য নির্ধারণ করে দেয়
ব্রাজিল-১
মিশর - ০
#টোকিও: শেষ ম্যাচে আইভরি কোস্টের বিরুদ্ধে ড্র করলেও এদিন জিতেই মাঠ ছাড়ল ব্রাজিল। তবে মিশরের বিরুদ্ধে মাত্র এক গোলে জিতেছে হলুদ-সবুজ জার্সিধারীরা। অসংখ্য গোল মিস করেছে দুটো দল। মিশরকে হারিয়ে শেষ চারে উঠে গেছে গতবারের অলিম্পিকে সোনা জয়ী ব্রাজিল। আজ শনিবার ছেলেদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে জয় পায় সেলেসাওরা। ম্যাথিউস কুনহার ৩৭তম মিনিটের গোল খেলার ভাগ্য নির্ধারণ করে দেয়।
advertisement
প্রথমার্ধে নিজেদের সেরা খেলা থেকে অনেক দূরে ছিল ব্রাজিল। তবে কুনহার ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। মিশরের একটি পেনাল্টির আবেদনে রেফারি সাড়া না দেওয়ার পর কাউন্টার অ্যাটাকে সাফল্য পায় ব্রাজিল। প্রতিপক্ষের রক্ষণের মুখে কুনহার দিকে বল পাঠিয়ে দেন রিচার্লিসন। আর তা থেকে নিচু শটে বল জালে জড়িয়ে দেন কুনহা। দ্বিতীয়ার্ধের শুরুতে মিশরও সুযোগ পেয়েছিল। কিন্তু একদম কাছ থেকে নেওয়া আকরাম তৌফিকের হেড বারের উপর দিয়ে বাইরে চলে যায়।
advertisement
advertisement
এরপর ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল। এর মধ্যে আরও একবার গোল করার সুযোগ পান কুনহা। কিন্তু হের্থা বিএসসির ফরোয়ার্ডের শট মিশরীয় গোলরক্ষক মোহামেদ এল শেনাওয়ের মুখে লাগে। অন্যদিকে পুরো ম্যাচে প্রায় নিষ্প্রভ ছিলেন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা রিচার্লিসন। নিজের ৫ গোলের সঙ্গে আরও একটি সংখ্যা যোগ করতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রাজিলও ওই একমাত্র গোলের পর আদতে তেমন ভাল কোনও সুযোগ তৈরি করতে পারেনি।
advertisement
তবে শেষ পর্যন্ত ২০১৬ রিও অলিম্পিকের সোনাজয়ীরা কোনও বিপদ হতে দেয়নি। শেষ চারে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কোয়ার্টার ফাইনালের জয়ী দল হয়েছে মেক্সিকো। ৬-৩ গোলে এক নাটকীয় ম্যাচে তারা হারায় দক্ষিণ কোরিয়াকে। তাঁদের বিরুদ্ধে মোকাবিলা করবে ব্রাজিল। অন্যদিকে নিউজিল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পা রেখেছে জাপান। শেষ চারে আয়োজকদের প্রতিপক্ষ স্পেন।
advertisement
ব্রাজিলের ম্যানেজার আন্দ্রে জারদিন জানিয়েছেন জিতলেও এদিন ছেলেদের খেলায় খুশি নন তিনি। পরের ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জিততে হলে নিজেদের খেলার মান বাড়াতে হবে। অভিজ্ঞ দানি আলভেজ দলে থাকায় তরুণ ফুটবলাররা অনেক উপকৃত হবেন মনে করেন তিনি। তবে নেইমার, জেসাসরা রিওতে স্বর্ণপদক জিতেছিলেন। ব্রাজিলের বর্তমান কোচ মনে করেন এই দলটার সোনা জয়ের সম্ভাবনা আছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2021 11:31 PM IST

