Tokyo Olympics 2020 : Satish Kumar।সাতটা সেলাই সতীশের, শেষ আটে নামা অনিশ্চিত
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
জামাইকার রিকার্ডো ব্রাউনের বিরুদ্ধে ম্যাচে চোট পান সতীশ। ডান চোখের উপরে এবং নীচে কেটে গিয়েছে। সম্পূর্ণ সুস্থ অবস্থায় কোয়ার্টার ফাইনালে নামাটা তার পক্ষে কঠিন। সাতটি সেলাই হয়েছে
রবিবার এই বিভাগের কোয়ার্টার ফাইনালে নামার কথা সতীশ কুমারের। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠার সুবাদে তাঁর পদক নিশ্চিত। কিন্তু এই ম্যাচের আগে চোটে কাবু সতীশ। প্রথম রাউন্ডের ম্যাচে চোট পেয়েছিলেন সতীশ। চোয়াল এবং ডান চোখে মারাত্মক চোট লাগে তাঁর। এই অবস্থায় সতীশের পক্ষে সেরা দেওয়া কঠিন। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে সতীশ কতটা কী করতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
advertisement
প্রথম রাউন্ডে জামাইকার রিকার্ডো ব্রাউনের বিরুদ্ধে ম্যাচে চোট পান সতীশ। ডান চোখের উপরে এবং নীচে কেটে গিয়েছে। সম্পূর্ণ সুস্থ অবস্থায় কোয়ার্টার ফাইনালে নামাটা তার পক্ষে কঠিন। সাতটি সেলাই হয়েছে। একমাত্র ডাক্তাররা ছাড়পত্র দিলে তবেই নামতে পারবেন সতীশ। বিশ্ব ও এশীয় চ্যাম্পিয়ন উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে রবিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে ভারতীয় সেনা বাহিনীর এই মেজর সুবেদারের।
advertisement
advertisement
যে পাঁচজন ভারতীয় বক্সার বিভিন্ন বিভাগে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন, তাঁদের মধ্যে একমাত্র সতীশই টিকে রয়েছেন। ভারতের বক্সিং হাই পারফরম্যান্স ডিরেক্টর সন্টিয়াগো মনে করেন সাহসের দিক থেকে সতীশের কোনও জবাব নেই। কিন্তু তিনি নামতে পারবেন কিনা সেটা ডাক্তারদের পক্ষে বলাটাই ঠিক হবে।
২০১৮ কমনওয়েলথ গেমস রূপো জিতেছিলেন সতীশ। জালোলভের বিরুদ্ধে জিততে না পারলেও শেষবার ইন্ডিয়ান ওপেনে খুব কাছাকাছি গিয়েও হেরে যান। স্প্লিট সিদ্ধান্তে জিতেছিলেন উজবেক। সতীশ নিজে ইচ্ছুক লড়াইয়ে নামতে। কিন্তু শেষপর্যন্ত তিনি সেটা পারবেন এমন গ্যারান্টি নেই। ফলে আরও একটা পদক হাতছাড়া হতে পারে ভারতের। যদি নামতে না পারেন তার থেকে দুঃখের কিছু হবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2021 10:44 PM IST

