হোম /খবর /খেলা /
ব্যর্থ অন্নু রানি, জ্যাভলিন থ্রো-তে কোয়ালিফাইং পর্বে শেষ করলেন ১৪ তম স্থানে

Tokyo Olympics 2020: ফাইনালে উঠতে ব্যর্থ অন্নু রানি, জ্যাভলিন থ্রো-তে কোয়ালিফাইং পর্বে শেষ করলেন ১৪তম স্থানে

Photo: Twitter

Photo: Twitter

Annu Rani Finishes her Qualification round at 14th spot: নিজের সেরাটা দিলেও অল্পের জন্য ফাইনালে ওঠা হল না ভারতের জ্যাভলিন থ্রোয়ারের ৷

  • Last Updated :
  • Share this:

টোকিও: পারলেন না অন্নু রানিও ৷ অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো-এ ফাইনালে কোয়ালিফাই করতে ব্যর্থ ভারতের অন্নু রানি ৷ গ্রুপ-‘এ’ কোয়ালিফাইং রাউন্ডে ৫৪.০৪ মিটারই সর্বোচ্চ দূরত্বে জ্যাভলিন ছুড়তে পেরেছিলেন তিনি ৷ ফাইনালে কোয়ালিফাই করার জন্য প্রয়োজন ছিল ৬৩.০০ মিটার ৷ ফলে যোগ্যতা অর্জন পর্বেই বিদায় অন্নুর ৷

প্রতিযোগীদের মধ্যে প্রথম ১২-এ শেষ করতে পারলও ফাইনালে যেতে পারতেন অন্নু ৷ কিন্তু তিনি শেষ করলেন ১৪ তম স্থানে ৷ নিজের সেরাটা দিলেও অল্পের জন্য ফাইনালে ওঠা হল না ভারতের জ্যাভলিন থ্রোয়ারের ৷ নিজের প্রথম থ্রো-য়ে ২৮ বছরের অন্নু ছুড়েছিলেন ৫০.৩৫ মিটার ৷ তাঁর দ্বিতীয় থ্রো ৫৩.১৯ মিটার এবং তৃতীয় ও শেষ থ্রো ছিল ৫৪.০৪ মিটার ৷ পোল্যান্ডের মারিয়া অ্যান্দ্রেজেক তাঁর প্রথম থ্রো-তেই ৬৫.২৪ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেন ৷ ফলে সরাসরি যোগ্যতা অর্জন করতে তাঁর কোনও সমস্যা হয়নি ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Tokyo Olympics 2020