Tokyo Olympics 2020: স্বামীপুত্র লন্ডনে, স্বর্ণপদকের পাশাপাশি উল বুনেও অলিম্পিক্স জয় ডাইভার ড্যালের

Last Updated:

‘যিনি স্বর্ণপদক পান, তিনি সোয়েটারও বোনেন’ প্রবাদ নতুন করে লিখলেন টম ড্যালে (Thomas Robert Daley) ৷

টোকিয়ো : ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’, দশভুজা হওয়ার দায়ভার এতদিন ছিল মেয়েদেরই ৷ এ বার থেকে ‘যিনি স্বর্ণপদক পান, তিনি সোয়েটারও বোনেন’ প্রবাদ নতুন করে লিখলেন টম ড্যালে (Thomas Robert Daley) ৷ অলিম্পিক্সে ডাইভিংয়ে স্বর্ণপদকজয়ী দেখিয়ে দিলেন, দিব্যি মাল্টিটাস্কার হতে পারেন পুরুষরাও ৷
গত ২৫ জুলাই টোকিয়ো অলিম্পিক্সে তাঁর ডাইভিং পার্টনার ম্যাটি লি-কে নিয়ে পুরুষদের সিঙ্ক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম বিভাগে স্বর্ণপদক জয় করেছেন ড্যালে ৷ তবে কণ্ঠের কাঞ্চনশোভার তুলনায় ড্যালে বেশি চর্চিত তাঁর উলবোনা নিয়ে ৷ অলিম্পিকের একাধিক ইভেন্টে দেখা গিয়েছে গ্যালারিতে উলকাঁটায় নিবিষ্ট ড্যালে ৷ মুখে মাস্ক, চোখ ডুবে রয়েছে হাতের প্যাটার্নে ৷
advertisement
advertisement
অলিম্পিক্স থেকেও নিয়মিত তাঁর বুনন শিল্পের ছবি পোস্ট করেছেন ড্যালে ৷ জানিয়েছেন, কখনও তিনি পোষ্যের জন্য জাম্পার বুনছিলেন ৷ কখনও বা তৈরি করছিলেন তাঁর স্বর্ণপদকের উলঘর ৷ পশমের তৈরি সেই আশ্রয়ে যত্নে আছে তাঁর স্বর্ণপদক ৷ পদকের উলজামার একদিকে ইংল্যান্ডের জাতীয় পতাকা, অন্যদিকে জাপানের ৷
advertisement
করোনাদীর্ণ পরিবেশে গত বছর দীর্ঘ লকডাউনে উলবোনার অভ্যাসকেই জড়িয়ে ধরেছিলেন ড্যালে ৷ এক বছরের মধ্যে উলকাঁটা তাঁর নিপুণ হাতে বাধ্য পোষ্য৷ ঠিক সেভাবেই তিনি বশ করেছেন ডাইভিংয়ের কৌশল ৷ আদতে ইংল্যান্ডের প্লাইমাউথের বাসিন্দা থমাস রবার্ট ড্যালে ডাইভিং অনুশীলন শুরু করেন শৈশবে ৷ ২০০৮-এর বেইজিং অলিম্পিক্সের সময় তাঁর বয়স ১৪ বছর ৷ সে বার তিনি ছিলেন ফাইনালে অংশ নেওয়া ব্রিটেন তথা বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ৷ এখনও অবধি এই রেকর্ড তাঁর দখলেই আছে ৷ ২০১২ ও ২০১৬-র অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছিলেন ৷ অলিম্পিক্সে স্বর্ণপদক প্রাপ্তি এ বারই প্রথম ৷
advertisement
টোকিয়োর এই মধুস্মৃতিকে উলবন্দি করতে চেয়েছিলেন ড্যালে ৷ বুনে ফেলেছেন তাঁর নিজের জন্যই আস্ত একটা সোয়েটার ৷ ইনস্টাগ্রামে তাঁর সেই ছবিতে প্রায় ৫ লক্ষ লাইক ! শুধু তাঁর বুননকাজের ছবি শেয়ার করার জন্য একটা ইনস্টাগ্রাম পেজ খুলেছেন তিনি ৷ ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ৷ প্রতি সপ্তাহে তিনি সেখানে ছবি শেয়ার করেন নিজের বোনাবুনির ৷
advertisement
তাঁর ৩ বছরের ছেলের জন্যও খুব সুন্দর সু্ন্দর পোশাক বুনে দেন ড্যালে ৷ তাঁর শিল্পকর্ম উপহার পাওয়ার তালিকা থেকে বাদ থাকেন না ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং অবশ্যই স্বামী ডাস্টিন ল্যান্স ব্ল্যাকও ৷
অস্কারজয়ী আমেরিকান প্রযোজক, পরিচালক তথা চিত্রনাট্যকার ব্ল্যাকের সঙ্গে ড্যালের আলাপ পরিচিত বন্ধুর সঙ্গে ৷ ২০১৩ সালে, লস অ্যাঞ্জলসে এক নৈশভোজে ৷ দু’জনের ক্ষেত্রেই এই সাক্ষাৎ ছিল ‘লভ অ্যাট ফার্স্ট সাইট’ ৷ চার বছর প্রেমপর্বের পর বিয়ে ২০১৭-এ ৷ এক বছর পর সারোগেসির মাধ্যমে সন্তানলাভের কথা জানান তাঁরা ৷ ২০১৮-র জুনে জন্ম তাঁদের একমাত্র সন্তানের ৷
advertisement
ব্ল্যাক-ড্যালের সাজানো গোছানো সংসার লন্ডনে ৷ পার্টনার নয়, ব্ল্যাককে নিজের ‘স্বামী’ পরিচয় দিতেই ভালবাসেন ড্যালে ৷ তবে দম্পতির কেউই তাঁদের শিশুপুত্রের মুখের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: স্বামীপুত্র লন্ডনে, স্বর্ণপদকের পাশাপাশি উল বুনেও অলিম্পিক্স জয় ডাইভার ড্যালের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement