PM Narendra Modi | India vs Belgium:‘জয়-পরাজয় জীবনের অঙ্গ, ভারতীয় হকি দল নিজেদের সেরাটা দিয়েছে, সেটাই আসল’: নরেন্দ্র মোদি

Last Updated:

PM Narendra Modi hails Indian mens and womens hockey teams: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ম্যাচ শেষে ট্যুইটারে লেখেন,‘‘ জয় বা পরাজয় জীবনের অঙ্গ ৷ আমাদের হকি টিম টোকিও অলিম্পিকে তাদের সেরাটা দিয়েছে ৷ আর সেটাই আসল কথা ৷

ভারত: ২,  বেলজিয়াম- ৫
টোকিও: ৪০ বছর পর ফের অলিম্পিকের হকিতে সোনাজয়ের হাতছানি ছিল ভারতের সামনে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে সেনাবাহিনী সবারই বিপুল সমর্থন ছিল মনপ্রীতদের জন্য ৷ খেলা শুরুর আগে ট্যুইটারে শুভেচ্ছা বার্তায় ভরে যায় ভারতীয় হকি দলের উদ্দেশে ৷ কিন্তু সেমিফাইনালের স্কোরলাইন সবাইকে হতাশই করল ৷ ভারত বেলিজিয়ামের বিরুদ্ধে এদিন ম্যাচ হারল ২-৫ গোলে ৷
advertisement
এদিন ম্যাচ শেষে ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ জয় বা পরাজয় জীবনের অঙ্গ ৷ আমাদের হকি টিম টোকিও অলিম্পিকে তাদের সেরাটা দিয়েছে ৷ আর সেটাই আসল কথা ৷ পরের ম্যাচ এবং ভবিষ্যতের জন্য ভারতীয় হকি দলকে শুভেচ্ছা ৷ দেশ গর্বিত আমাদের খেলোয়াড়দের খেলায় ৷ ’’
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতীয় দলের সমর্থনে সকাল থেকেই টিভির সামনে বসে পড়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও ৷ আজ ম্যাচ জিতলেই এবারের অলিম্পিকে পদক জয় নিশ্চিত হয়ে যেত মনপ্রীতদের ৷ কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে পারলেন না তাঁরা ৷ প্রথম দুটি কোয়ার্টারে দুর্দান্ত লড়াই হলেও শেষ দুই কোয়ার্টারে শুধু বেলজিয়ামের দাপটই দেখা গিয়েছে এদিন ৷ ফলে ৫-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হল ভারতীয় দলকে ৷ এবার ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়াইয়ে নামবেন মনপ্রীত-শ্রীজেশরা ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PM Narendra Modi | India vs Belgium:‘জয়-পরাজয় জীবনের অঙ্গ, ভারতীয় হকি দল নিজেদের সেরাটা দিয়েছে, সেটাই আসল’: নরেন্দ্র মোদি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement