PM Narendra Modi | India vs Belgium:‘জয়-পরাজয় জীবনের অঙ্গ, ভারতীয় হকি দল নিজেদের সেরাটা দিয়েছে, সেটাই আসল’: নরেন্দ্র মোদি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PM Narendra Modi hails Indian mens and womens hockey teams: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ম্যাচ শেষে ট্যুইটারে লেখেন,‘‘ জয় বা পরাজয় জীবনের অঙ্গ ৷ আমাদের হকি টিম টোকিও অলিম্পিকে তাদের সেরাটা দিয়েছে ৷ আর সেটাই আসল কথা ৷
ভারত: ২, বেলজিয়াম- ৫
টোকিও: ৪০ বছর পর ফের অলিম্পিকের হকিতে সোনাজয়ের হাতছানি ছিল ভারতের সামনে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে সেনাবাহিনী সবারই বিপুল সমর্থন ছিল মনপ্রীতদের জন্য ৷ খেলা শুরুর আগে ট্যুইটারে শুভেচ্ছা বার্তায় ভরে যায় ভারতীয় হকি দলের উদ্দেশে ৷ কিন্তু সেমিফাইনালের স্কোরলাইন সবাইকে হতাশই করল ৷ ভারত বেলিজিয়ামের বিরুদ্ধে এদিন ম্যাচ হারল ২-৫ গোলে ৷
advertisement
এদিন ম্যাচ শেষে ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ জয় বা পরাজয় জীবনের অঙ্গ ৷ আমাদের হকি টিম টোকিও অলিম্পিকে তাদের সেরাটা দিয়েছে ৷ আর সেটাই আসল কথা ৷ পরের ম্যাচ এবং ভবিষ্যতের জন্য ভারতীয় হকি দলকে শুভেচ্ছা ৷ দেশ গর্বিত আমাদের খেলোয়াড়দের খেলায় ৷ ’’
advertisement
Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts. Wishing the Team the very best for the next match and their future endeavours. India is proud of our players.
— Narendra Modi (@narendramodi) August 3, 2021
advertisement
#WATCH | CRPF jawans cheer for Indian men's hockey team in Jammu, chant 'Jeetega bhai jeetega, India jeetega' & 'Bharat Mata ki Jai'.
India is playing against Belgium in the semi-final at #TokyoOlympics. pic.twitter.com/ohEneoSOtx — ANI (@ANI) August 3, 2021
advertisement
Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts: PM Modi.@g_rajaraman, Sr. Sports Commentator with his views.@maryashakil shares details with @ridhimb. pic.twitter.com/bwjMVWbmwL
— News18 (@CNNnews18) August 3, 2021
advertisement
ভারতীয় দলের সমর্থনে সকাল থেকেই টিভির সামনে বসে পড়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও ৷ আজ ম্যাচ জিতলেই এবারের অলিম্পিকে পদক জয় নিশ্চিত হয়ে যেত মনপ্রীতদের ৷ কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে পারলেন না তাঁরা ৷ প্রথম দুটি কোয়ার্টারে দুর্দান্ত লড়াই হলেও শেষ দুই কোয়ার্টারে শুধু বেলজিয়ামের দাপটই দেখা গিয়েছে এদিন ৷ ফলে ৫-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হল ভারতীয় দলকে ৷ এবার ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়াইয়ে নামবেন মনপ্রীত-শ্রীজেশরা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2021 9:13 AM IST

