Tokyo Olympics 2020: বড় বিতর্ক, টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সরানো হল শ্যো ডিরেক্টরকেই

Last Updated:

টোকিও অলিম্পিক্সে -একের পর এক বড় বিতর্ক৷

#টোকিও: অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের (Olympics opening ceremony)  ঠিক আগেই বরখাস্ত করা হল ওপেনিং সেরিমনির ডিরেক্টর কেন্তারো কোবেয়াশিকে (Kentaro Kobayashi)৷ আজই ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় উদ্বোধনী অনুষ্ঠান৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগে এল এত বড় সিদ্ধান্ত৷
advertisement
১৯৯০ সালে কোবেয়াশির একটি ভিডিও ফুটেজ সম্প্রতি সামনে এসেছে৷ যেখানে তিনি হলোকাস্ট (Holocaust)  নিয়ে জোকস বলেছিলেন৷ জাপান অলিম্পিক্স প্রধান সেইকো হাসিমোতো (Seiko Hashimoto) জানিয়েছেন একটি বেদনাদায়ক ইতিহাসকে নিয়ে হাসির খোরাক বানানো হয়েছে৷ এই ঘটনা টোকিও অলিম্পিক্সের (Tokyo 2020) একটি বড় স্ক্যান্ডাল হিসেবে দেখা হচ্ছে৷  এই বছরের শুরু থেকে আরও তিনজন আয়োজককে পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে৷ তাছাড়া করোনা ভাইরাস সংক্রমণের ( Covid-19 pandemic)  জেরে ইতিমধ্যেই একবছর পিছিয়ে দেওয়া হয়েছে এই গেমস৷ এখনও যেভাবে গেমস ভিলেজে  যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাতে কী করে সুষ্ঠু ভাবে পুরো আয়োজন করা যাবে তা নিয়েও চিন্তার ভাঁজ রয়েছে৷
advertisement
এক সপ্তাহ আগেই এক কম্পোজারকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ তিনি নিজের স্কুলে পড়াকালীন বিশেষভাবে সক্ষম এক পড়ুয়াকে হেনস্তা করেছিলেন৷ তিনি ওপেনিং সেরিমনির দায়িত্বে ছিলেন৷
মার্চ মাসে অলিম্পিক্সের ক্রিয়েটিভ প্রধান হিরোশি সাসাকি ছেড়ে দেন৷ কারণ তিনি ত বড়সড় চেহারার কমিডেয়িনা নাওমি ওয়াটানবির অনুষ্ঠান করা নিয়ে বলেছিলেন "Olympig" ৷ পরে তিনি এরজন্যে ক্ষমাও চেয়েছিলেন৷
advertisement
ফেব্রুয়ারিতে ইয়াশিরো মোরিকে বাধ্য করা হয়েছিল পদ ছাড়তে৷ তিনি আয়োজক কমিটির প্রধান ছিলেন৷ তিনি মহিলাদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন৷ তিনি বলেছিলেন , ‘‘মেয়েরা প্রচুর কথা বলেন, তাই বোর্ড অনেক মেয়ে থাকায় অনেক সময় লাগে৷ ’’
এরপর এল এই সাম্প্রতিক স্ক্যান্ডাল - যেখানে মিস্টার কোবেয়াশিকে তীব্র সমালোচনা করা হয় , প্রশ্ন তোলা যে হলোকাস্ট জাপানের জীবনের অন্ধকারাচ্ছন্ন এক পর্ব কী করে কেউ সেটা নিয়ে হাসির খোরাক করতে পারে৷ আর সেই অনুষ্ঠানটি নাকি একটি শিশুদের মনোরঞ্জনের অনুষ্ঠান ছিল৷
advertisement
তিনি কাগজের পুতুল এঁকে সহ কমেডিয়ানকে বলেছিলেন , "the ones from that time you said 'let's play the Holocaust'"- অর্থাৎ ‘‘এটা সে সময়ের যে সময়ের কথা তুমি বলছিলে, চলো হলোকাস্ট খেলি৷ ’’ এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদি সুগা (Yoshihide Suga) ৷ তিনি এই মন্তব্যকে উস্কানিমূলক  ও কোনওভাবই গ্রহণযোগ্য নয় বলে বর্ণনা করেছেন৷
advertisement
এদিকে এই নিয়ে আবার আমেরিকার হলোকাস্ট রিসার্চার রাব্বি আব্রাহাম কুপার জানিয়েছেন, কোনও মানুষ যতই সৃষ্টিশীল হোন, তাদের কোনও অধিকার নেই নাৎসি  গণহত্যাকে নিয়ে ব্যঙ্গ করার৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: বড় বিতর্ক, টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সরানো হল শ্যো ডিরেক্টরকেই
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement