Tokyo Olympics 2020: লড়াই করেও হার অতনুর, টোকিওয়ে তিরন্দাজিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা শেষ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Atanu Das loses against Japan's Furukawa: অতনু হারার অর্থই হল এবারের অলিম্পিকে তিরন্দাজিতে ভারতের আর কোনও পদক জয়ের সম্ভাবনা থাকল না ৷ খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় তিরন্দাজদের ৷
টোকিও: তিরন্দাজিতে ভারতের পদক জয়ের শেষ আশা ছিল বাংলার অতনু দাস (Atanu Das) ৷ টোকিওয়ে ইতিহাস তৈরি করবেন বাংলার ছেলে ৷ এমনটাই আশা করা হয়েছিল ৷ কিন্তু তা আর হল না ৷ সব স্বপ্ন চুরমার শনিবার সকালেই ৷ প্রি কোয়ার্টার ফাইনালে এদিন জাপানের ফুরুকাওয়ার কাছে হারলেন অতনু ৷ খেলার ফল ৬-৪ ৷ অতনু হারার অর্থই হল, এবারের অলিম্পিকে তিরন্দাজিতে ভারতের আর কোনও পদক জয়ের সম্ভাবনা থাকল না ৷ খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় তিরন্দাজদের ৷
Entertaining. Skillful. Pleasing. 👏
A good show from Atanu Das before ending his #Tokyo2020 campaign against #JPN's Takaharu Furukawa. #UnitedByEmotion | #StrongerTogether | #Archery @ArcherAtanu pic.twitter.com/i6vMcXjGgr — #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 31, 2021
advertisement
টোকিও অলিম্পিকের দলগত বিভাগে সোনা জয়ী তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জিনহিয়েককে হারিয়ে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টের প্রি-কোয়ার্টারে জায়গা করে নিয়েছিলেন অতনু দাস। তাঁকে ঘিরে প্রত্যাশাও তাই বেড়ে গিয়েছিল ৷ কিন্তু শনিবার শেষরক্ষা করতে পারলেন না ৷ হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর হার অতনুর ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2021 10:13 AM IST

