Indian Hockey Team|| সেমিফাইনালে ভারতের সামনে বেলজিয়াম, সুযোগ নাকি ...

Last Updated:

বেলজিয়াম প্রতিপক্ষ, ধারেভারে তারা কেমন, জেনে নিন৷

#টোকিও: ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সেমিফাইনালে জায়গা করে নিয়েছে৷ ১৯৮০ -র পর এবারই প্রথম ভারতীয় পুরুষ হকি দল শেষ চারে জায়গা করে নিয়েছে৷ দল কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের বিরুদ্ধে ৩-১ গোলে জেতে৷ এরপরেই টিম ইন্ডিয়ার সমর্থকরা আরও আশায় বুক বেঁধেছেন৷ ভারত এখনও অবধি টোকিওতে তিনটি মেডেল পেয়ে গেছে৷ মীরাবাই চানু রুপো, ব্যাডিমন্টন প্লেয়ার পিভি সিন্ধু ব্রোঞ্জ মেডেল জিতে গেছেন৷ বক্সার লাভলিনা বক্সিংয়ের সেমিফাইনালে পৌঁছে মেডেল নিশ্চিত করে নিয়েছেন৷ ভারতীয় পুরুষ হকি দল সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে৷
অলিম্পিক্সে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় হকি দল৷ ১১ মেডেল জিতে আসে৷ ৮ টি সোনা জিতেছিল তারা৷ ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, এবং ১৯৮০ সালে সোনা পায়৷ এছাড়া ১৯৬০ সালে রুপোর মেডেল পায় হকি দল৷ ১৯৬৮, ১৯৭২ সালে ব্রোঞ্জও পেয়েছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু গত ৪১ বছরে কোনও মেডেল আসেনি অলিম্পিক্স থেকে৷ ভারতীয় দল এই লম্বা মেডেল খরা এবার শেষ করতে বদ্ধপরিকর৷ টোকিও ভারত এখনও অবধি ৬ টি ম্যাচ খেলেছে এবং ৫ টি জিতেছে৷ একটি ম্যাচ তারা হেরেছে সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এদিনের জয় পরপর চারটি ম্যাচ জিতল তারা৷
advertisement
এদিকে বেলজিয়ামের কথা বললে তারা এখনও অবধি হকি অলিম্পিক্সে কখনও সোনার পদক জেতেনি৷ তাঁরা দুটি মেডেল পেয়েছে, ২০১৬ তে রিও অলিম্পিক্সে রুপো পেয়েছে এবং ১৯২০ তে তারা ব্রোঞ্জ জিতেছিল৷ তবে এবারের অলিম্পিক্সে তারা একটিও ম্যাচ হারেনি বেলজিয়াম৷ ৬টি ম্যাচের ৫ টি ম্যাচ জিতেছে তারা, একটি ড্র করেছে৷ কিন্তু অলিম্পিক্স মেডেলের হিসেবে ভারতীয় হকি দল বহুগুণে এগিয়ে আছে পুরনো পরিসংখ্যানের ভিত্তিতে৷ ব্রিটেন , বেলজিয়ামের সঙ্গে ২-২ ড্র করেছিল৷ সেই ব্রিটেনকে হারিয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে ভারতীয় হকি দল৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Hockey Team|| সেমিফাইনালে ভারতের সামনে বেলজিয়াম, সুযোগ নাকি ...
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement