Indian Hockey Team|| ৪১ বছর বাদে হকিতে সেমিফাইনাল,Tokyo Olympics 2020-র মঞ্চে ‘চাক দে’ শুরু

Last Updated:

ভারতীয় পুরুষ হকি(Indian Hockey Team) দলের অনবদ্য পারফরম্যান্স ৩-১ গোলে গ্রেট ব্রিটেনকে হারিয়ে অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) সেমিফাইনালে৷

Indian Hockey Team in Tokyo Olympics 2020- Photo -Reuters
Indian Hockey Team in Tokyo Olympics 2020- Photo -Reuters
#টোকিও: টোকিওতে কী হবে৷ দুরুদুরু বক্ষে প্রহর গুনছিলেন ভারতীয় ফ্যানরা৷ রবিবার বিকেলে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল৷ দিলপ্রীত-গুরজন্তের স্টিকের জাদুতে ব্রিটেনর জালে প্রথমার্ধের মধ্যেই দুবার গোল হয়ে যায়৷ একটি গোল ছিল প্রথম কোয়ার্টারে আর দ্বিতীয় গোলটি ছিল দ্বিতীয় কোয়ার্টারে৷
advertisement
advertisement
কিন্তু থার্ড কোয়ার্টারের একদম শেষে পেনাল্টি কর্নার থেকে গোল করে গ্রেট ব্রিটেন৷ ৫৭ মিনিটে হার্দিক সিং এক অনবদ্য গোল করেন৷ সোল রানে বিপক্ষের ডি-তে ঢুকে এক অনবদ্য গোল করে যান৷
advertisement
ইতিহাস কড়া নাড়ছিল ভারতীয় পুরুষ হকি দলের  (Indian men's hockey team) সামনে৷ অলিম্পিক্সে হকিতে আটবারের চ্যাম্পিয়ন শেষবার শেষ চারে পৌঁছেছিল ৪১ বছর আগে৷ রবিবার গ্রেট ব্রিটেনের (Great Britain)  সঙ্গে কোয়ার্টার ফাইনালে প্রত্যাশার মান বজায় রেখে স্বপ্ন ছোঁওয়ার চ্যালেঞ্জ ছিল ভারতের সামনে৷
আটটি সোনার পদক হকিতে কার্যত এক অবিশ্বাস্য পারফরম্যান্স -কিন্তু তারপর হকিতে এসেছিল ঘন কালো অন্ধকার৷ ১৯৮০ মস্কো গেমসের (1980 Moscow Games) পর আর শেষ চারে পৌঁছনো হয়নি ভারতীয় পুরুষ হকি দলের৷
advertisement
১৯৮০ -র পর শুধুই নিম্নগামী ছিল পারফরম্যান্সষ এরপর ভারতের সেরা হকি পারফরম্যান্স ছিল১৯৮৪ সালে যখন ভারতীয় পুরুষ হকি দল পঞ্চম হয়েছিল৷ সেটা ছিল লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স৷
২০০৮ বেজিং গেমসে ভারত হকি বিভাগের যোগ্যতা অর্জন অবধি করতে পারেনি৷ ২০১৬ -রিও অলিম্পিক গেমসে শেষ স্থানে থেকে লড়াই শেষ করেছিল তারা৷ কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর যখন পিছনোর জায়গা থাকে না, তখন সামনে এগোতেই হয়৷ এবারের টোকিও অলিম্পিক্সে ভারতের হকি দলের পারফরম্যান্স যেন সেই মন্ত্রেই দীক্ষিত ছিল৷ গত পাঁচ বছরের অনেক ঘাম -রক্ত-জল করা পারফরম্যান্সের ফসল ভারত পেয়েছে বিশ্ব হকি ক্রমতালিকায় এখন বিশ্বের তৃতীয় দল তারা৷
advertisement
২ বছর আগে অস্ট্রেলিয়ান গ্রাহাম রিড দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন৷ বাড়ান দলের প্লেয়ারদের মধ্যে যোগসূত্র৷ এই পদক্ষেপ গুলিই একটু একটু করে দলের আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দিয়েছে৷ নিজের স্কিলও বাড়িয়েছেন দলের সদস্যরা৷ তবে চাপের বিরুদ্ধে লড়াই করার নতুন মন্ত্র পেয়েছেন তাঁরা৷
৭-১ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ছাড়া কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ভারতীয় হকি দলের পারফরম্যান্স এককথায় পারফেক্ট ছিল৷ নিজেদের গ্রুপের পাঁচটির মধ্যে চারটি ম্যাচেই জিতেছিল তারা৷ শুধু অস্ট্রেলিয়ার পিছনে থেকে তারা শেষ করেছিল নিজেদের গ্রুপ পর্ব৷
advertisement
মনদীপ সিং, গুরজত সিং, সিমরনজিৎ সিংরা অলিম্পিক্সের নানা ম্যাচে খেলার বৈচিত্রে ও আক্রমণাত্মক মানসিকতায় দলকে এগিয়ে দিয়েছেন৷ গোলে অভিজ্ঞ পি শ্রীজেস দলকে আরও গভীরতা দিয়েছে৷ মাঝমাঠে মনপ্রীত সিং , নীলকান্ত শর্মাদের কথা না বললে অন্যায় হবে৷ ড্র্যাগ ফ্লিকার রুপিন্দর পাল সিং, হরমনপ্রীত সিং, অমিত রোহিদাস, বরুণ কুমাররাও অনন্য৷ এ এক অন্যরকমের ভারতীয় দল৷ যেখানে ব্যাক্তিগত নামের উর্ধ্বে দল বড় হয়ে গেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Hockey Team|| ৪১ বছর বাদে হকিতে সেমিফাইনাল,Tokyo Olympics 2020-র মঞ্চে ‘চাক দে’ শুরু
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement