PV Sindhu: ‘আজ সত্যি আনন্দের সময়...’ দেশে ফিরে জানালেন উচ্ছ্বসিত পিভি সিন্ধু
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PV Sindhu Returns to India from Tokyo: ভারতীয় ব্যাডমিন্টন তারকা মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে হইচই পড়ে যায় ৷
নয়াদিল্লি: রিও-র পর এবার টোকিও ৷ ফের একটি অলিম্পিক পদক নিয়ে দেশে ফিরলেন পিভি সিন্ধু ৷ ভারতীয় ব্যাডমিন্টন তারকা মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে হইচই পড়ে যায় ৷ সিন্ধুকে একঝলক দেখার জন্য সবাই একেবারে হামলে পড়ে ৷
দেশে ফিরে সিন্ধু জানান, ‘‘আমি আজ খুব খুশি ৷ দারুণ লাগছে ৷ আমি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন-সহ প্রত্যেককে ধন্যবাদ জানাই, যাঁরা আমাকে আগাগোড়া উৎসাহ দিয়ে গিয়েছেন ৷ এটা সত্যি আনন্দের সময় ৷
#WATCH "I am very happy and excited. I am thankful to everyone including the Badminton Association for supporting and encouraging me. This is a happy moment," says #Olympics medallist PV Sindhu on her return to India pic.twitter.com/xfoL63Zzd8
— ANI (@ANI) August 3, 2021
advertisement
advertisement
হি বিংজিয়ায়োকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেও বেশ কিছু ভুল করেছিলেন সিন্ধু। সেটা নিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিলেন সিন্ধুর কোচ পার্ক তায়ে সাং। ছাত্রীকে কি বলছিলেন তিনি? পার্ক তায়ে সাং জানান, “সিন্ধু সেই ম্যাচে মাঝেমধ্যেই পয়েন্ট নষ্ট করছিল। ফলে আমি তো একটা সময় চিন্তায় পড়ে গিয়েছিলাম। মাঝেমধ্যে ফোকাস হারালেই বলতাম, ‘সিন্ধু আরাম সে...আরাম সে’। সেটাই অবশেষে কাজে এল।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2021 4:41 PM IST

