#কলকাতা: ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ অলিম্পিয়ানের বিরুদ্ধে ৷ শেষপর্যন্ত কমনওয়েলথ গেমসের দল থেকেই বাদ পড়লেন বাংলার টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিত ঘোষ ৷ তাঁর বদলে কমনওয়েলথের দলে রাখা হয়েছে সানিল শেট্টিকে ৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সৌম্যজিতকে সাময়িক সাসপেন্ড করেছে টিটিএফআই ৷ সৌম্যজিতের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো ধারায় মামলা চলছে ৷
এদিকে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সৌম্যজিৎ ঘোষের পাশেই আছে শিলিগুড়ি। জানালেন শহরের বিভিন্ন স্তরের বিশিষ্টরা। ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ অলিম্পিয়ান সৌম্যজিত ঘোষের বিরুদ্ধে। নিউজ ১৮ বাংলার কাছে পুরো ঘটনাকেই ষড়যন্ত্র বলে দাবি করেছেন সৌম্যজিৎ। জার্মানি থেকে ফোনে তিনি জানিয়েছেন, তাঁর কেরিয়ার শেষ করার চেষ্টা চলছে। ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সৌম্যজিতের বাবারও। ধর্ষণের অভিযোগে শাস্তির মুখেও পড়তে চলেছেন সৌম্যজিৎ। এই ঘটনায় অবাক হলেও, পাশে থাকার বার্তা দিয়েছে শিলিগুড়ি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Commonwealth Games 2018, CWG 2018, Soumyajit Ghosh, Table Tennis Player