ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, কমনওয়েলথ গেমসের দল থেকে বাদ সৌম্যজিত
Last Updated:
ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ অলিম্পিয়ানের বিরুদ্ধে ৷
#কলকাতা: ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ অলিম্পিয়ানের বিরুদ্ধে ৷ শেষপর্যন্ত কমনওয়েলথ গেমসের দল থেকেই বাদ পড়লেন বাংলার টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিত ঘোষ ৷ তাঁর বদলে কমনওয়েলথের দলে রাখা হয়েছে সানিল শেট্টিকে ৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সৌম্যজিতকে সাময়িক সাসপেন্ড করেছে টিটিএফআই ৷ সৌম্যজিতের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো ধারায় মামলা চলছে ৷
এদিকে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সৌম্যজিৎ ঘোষের পাশেই আছে শিলিগুড়ি। জানালেন শহরের বিভিন্ন স্তরের বিশিষ্টরা। ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ অলিম্পিয়ান সৌম্যজিত ঘোষের বিরুদ্ধে। নিউজ ১৮ বাংলার কাছে পুরো ঘটনাকেই ষড়যন্ত্র বলে দাবি করেছেন সৌম্যজিৎ। জার্মানি থেকে ফোনে তিনি জানিয়েছেন, তাঁর কেরিয়ার শেষ করার চেষ্টা চলছে। ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সৌম্যজিতের বাবারও। ধর্ষণের অভিযোগে শাস্তির মুখেও পড়তে চলেছেন সৌম্যজিৎ। এই ঘটনায় অবাক হলেও, পাশে থাকার বার্তা দিয়েছে শিলিগুড়ি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2018 7:18 PM IST