রোল্যাঁ গারো ফেরালেও, উইম্বলডনই পাখির চোখ 'মা' সেরেনার

Last Updated:

সারা বিশ্বও কোথাও যেন জানে তিনি পারবেনই ।

#প্যারিস: আট মাসের গর্ভাবস্থায় গ্র্যান্ডস্লাম জেতা তাঁর পক্ষেই সম্ভব । এরপর সন্তানের জন্ম, বিয়ে সবটাই ঘটে গিয়েছে রূপকথার মতো । মাঝখানে কেটে গিয়েছে দেড় বছর সময় । এবছর ফরাসি ওপেনে রোল্যাঁ গারো তাকিয়ে ছিল তাঁর দিকেই । প্রত্যাবর্তন করছেন টেনিসের রাজকুমারী ।
কিন্তু আশাভঙ্গ হতে হল চতুর্থ রাউন্ডেই । মারিয়া শোরাপোভা-সেরেনা উইলিয়ামসের ঐতিহাসিত দ্বৈরথ দেখতে যখন প্রতিটা মুহূর্তের হিসেব রাখছে তখনই ম্যাচের মাত্র কয়েক মিনিট আগেই নাম তুলে নিলেন সেরেনা । বুকের চোটের জন্য ট্যুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন তিনি ।
advertisement
advertisement
তবে কি স্বপ্নভঙ্গ ? মা হওয়ার পর ফিটনেস হারালেন আয়রন লেডি ? অবসর নেওয়ার পরেও গ্র্যান্ডস্লাম জেতার খিদে সার্কিটে ফিরিয়ে এনেছিল কিম ক্লিস্টার্সকে । মা হওয়ার পর অধরা গ্র্যান্ডস্লাম জিতে ইতিহাস গড়েছিলেন তিনি । কিন্তু সেরেনা ? তিনি তো স্বপ্নের কারিগর ।
আর তাই পাখির চোখ স্থির করেই চলেন সেরেনা । ফরাসি ওপেন থেকে নাম তুলে নেওয়ার প্রধান কারণ উইম্বলডনে স্বমহিমায় ফিরতে চান তিনি । ঘাসের কোর্টে বিশ্ব টেনিসের সবচেয়ে সম্মানজনক খেতাব যে জিততেই হবে টেনিস বিশ্বের রানিকে । সারা বিশ্বও কোথাও যেন জানে তিনি পারবেনই ।
বাংলা খবর/ খবর/খেলা/
রোল্যাঁ গারো ফেরালেও, উইম্বলডনই পাখির চোখ 'মা' সেরেনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement