বিশ্বকাপ মহাযজ্ঞের প্রধান লুজনিকি স্টেডিয়ামের সফর সেরে নিন এক ক্লিকে

Last Updated:
1/11
এই মাঠের বোল্টের বিদ্যুৎ হওয়ার গল্প। এই মাঠেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তারকা হওয়ার কাহিনি। এই মাঠ রুশ রাজধানী –র সেরা স্টেডিয়াম লুজনিকি ৷ Photo Courtesy -FIFA
এই মাঠের বোল্টের বিদ্যুৎ হওয়ার গল্প। এই মাঠেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তারকা হওয়ার কাহিনি। এই মাঠ রুশ রাজধানী –র সেরা স্টেডিয়াম লুজনিকি ৷ Photo Courtesy -FIFA
advertisement
2/11
এই মাঠ সাক্ষী উনিশশো আশির সেই বিতর্কিত অলিম্পিকের। সেই লুজনিকি স্টেডিয়াম তৈরি মস্কোয় বিশ্বযুদ্ধের জন্য। File Photo
এই মাঠ সাক্ষী উনিশশো আশির সেই বিতর্কিত অলিম্পিকের। সেই লুজনিকি স্টেডিয়াম তৈরি মস্কোয় বিশ্বযুদ্ধের জন্য। File Photo
advertisement
3/11
রাশিয়ার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। ইউরোপের অন্যতম বড় স্টেডিয়ামও। মাঠের মধ্যে বিশ্বকাপ দেখতে পারবেন মোট ৮১ হাজার ফুটবলপ্রেমী। File Photo
রাশিয়ার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। ইউরোপের অন্যতম বড় স্টেডিয়ামও। মাঠের মধ্যে বিশ্বকাপ দেখতে পারবেন মোট ৮১ হাজার ফুটবলপ্রেমী। File Photo
advertisement
4/11
উদ্বোধন ও ফাইনাল সহ মোট ৭টি ম্যাচ হবে মস্কোর এই মাঠে। এই মাঠ থেকেই বিশ্বকাপ শুরু করবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। File Photo
উদ্বোধন ও ফাইনাল সহ মোট ৭টি ম্যাচ হবে মস্কোর এই মাঠে। এই মাঠ থেকেই বিশ্বকাপ শুরু করবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। File Photo
advertisement
5/11
লুজনিকি স্টেডিয়ামে গ্রুপ লিগের ম্যাচ শুরু ১৪ জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ রাশিয়া ও সৌদি আরব। File Photo
লুজনিকি স্টেডিয়ামে গ্রুপ লিগের ম্যাচ শুরু ১৪ জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ রাশিয়া ও সৌদি আরব। File Photo
advertisement
6/11
প্রাথমিক রাউন্ডের আরও যে ম্যাচগুলি এই স্টেডিয়ামে রয়েছে, সেগুলি হল ১৭ জুন জার্মানি বনাম মেক্সিকো। ২০ জুন পর্তুগাল বনাম মরক্কো। ২৬ জুন ফ্রান্সের প্রতিপক্ষ ডেনমার্ক। File Photo
প্রাথমিক রাউন্ডের আরও যে ম্যাচগুলি এই স্টেডিয়ামে রয়েছে, সেগুলি হল ১৭ জুন জার্মানি বনাম মেক্সিকো। ২০ জুন পর্তুগাল বনাম মরক্কো। ২৬ জুন ফ্রান্সের প্রতিপক্ষ ডেনমার্ক। File Photo
advertisement
7/11
এছাড়াও ১ জুলাই প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ১১ জুলাই এই মাঠে হবে একটি সেমিফাইনাল। File Photo
এছাড়াও ১ জুলাই প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ১১ জুলাই এই মাঠে হবে একটি সেমিফাইনাল। File Photo
advertisement
8/11
১৫ জুলাই ফুটবল দুনিয়া তাকিয়ে থাকবে এই মাঠের দিকেই। কারণ, ওই দিন বিশ্বকাপের ফাইনাল। File Photo
১৫ জুলাই ফুটবল দুনিয়া তাকিয়ে থাকবে এই মাঠের দিকেই। কারণ, ওই দিন বিশ্বকাপের ফাইনাল। File Photo
advertisement
9/11
২৩ ডিসেম্বর উনিশশো চুয়ান্ন সালে প্রথমবার স্টেডিয়ামের গেট খুলেছিল। এরপর বাকিটা ইতিহাস। File Photo
২৩ ডিসেম্বর উনিশশো চুয়ান্ন সালে প্রথমবার স্টেডিয়ামের গেট খুলেছিল। এরপর বাকিটা ইতিহাস। File Photo
advertisement
10/11
এই মাঠ সাক্ষী গত শতাব্দীর সবচেয়ে বিতর্কিত অলিম্পিক্সের। দশ বছর আগে এই মাঠ থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন তারকা হওয়ার রূপকথা। File Photo
এই মাঠ সাক্ষী গত শতাব্দীর সবচেয়ে বিতর্কিত অলিম্পিক্সের। দশ বছর আগে এই মাঠ থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন তারকা হওয়ার রূপকথা। File Photo
advertisement
11/11
পাঁচ বছর আগে এই মাঠে ৯.৭৭ সেকেন্ড সময় করে উসেইন হলেন বিদ্যুৎ বোল্ট। তবে সেই সব কিছু ছাপিয়ে যাবে যখন বিশ্বকাপের ফাইনাল আয়োজন হবে এই মঞ্চে ৷ File Photo
পাঁচ বছর আগে এই মাঠে ৯.৭৭ সেকেন্ড সময় করে উসেইন হলেন বিদ্যুৎ বোল্ট। তবে সেই সব কিছু ছাপিয়ে যাবে যখন বিশ্বকাপের ফাইনাল আয়োজন হবে এই মঞ্চে ৷ File Photo
advertisement
advertisement
advertisement