হোম /খবর /খেলা /
Neeraj Chopra Bollywood : করিনা থেকে অনুষ্কা, নীরজের প্রশংসায় বলিউড

Neeraj Chopra Bollywood : করিনা থেকে অনুষ্কা, নীরজের প্রশংসায় বলিউড

নীরজকে স্যালুট করছে বলিউড

নীরজকে স্যালুট করছে বলিউড

অজয় দেবগন লিখেছেন," তোমাকে শুভেচ্ছা জানানোর ভাষা নেই। নিজের বাবা-মাকে গর্বিত করেছ, দেশবাসীকে গর্বিত করেছ। আমি আজ নিজের খুশি ব্যক্ত করতে পারছি না। ঈশ্বর তোমায় আরো শক্তি দিক "

  • Last Updated :
  • Share this:

#টোকিও: টোকিও অলিম্পিকে শেষপাতে সোনা। সোনার ছেলে নীরজের জন্য গর্বিত গোটা দেশ। ছয় ফুট উচ্চতা, ঘাড় পর্যন্ত লম্বা চুল, পেশীবহুল বাহু। আজ ভারতের আসল বাহুবলী এই হরিয়ানার ছেলে। তাঁর প্রশংসা পঞ্চমুখ বলিউড। অনুষ্কা শর্মা থেকে করিনা কাপুর, ভিকি কৌশল থেকে অভিষেক বচ্চন, অর্জুন কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগন ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। এমনিতে ক্যাটরিনা কাইফ এবং আরো কয়েকজন বলিউড অভিনেত্রী আগে থেকেই এই ছেলের ফ্যান। রহস্য ভেদ করেছিলেন অভিষেক বচ্চন।

অনুষ্কা লিখেছেন, "একটা সোনা এল দেশে। নীরজ তুমি গোটা দেশকে গর্বিত করেছ। অনেক শুভেচ্ছা"। করিনা জাতীয় পতাকা হাতে নীরজের ছবি পোস্ট করে দুটি ইমোজি দিয়েছেন। অজয় দেবগন লিখেছেন," তোমাকে শুভেচ্ছা জানানোর ভাষা নেই। নিজের বাবা-মাকে গর্বিত করেছ, দেশবাসীকে গর্বিত করেছ। আমি আজ নিজের খুশি ব্যক্ত করতে পারছি না। ঈশ্বর তোমায় আরো শক্তি দিক "।

অমিতাভ পুত্র লিখেছেন, " ইতিহাস তৈরি হল আজ। নীরজের হাত ধরে দেশের প্রথম অ্যাথলেটিক পদক। ওয়েলডান "। রনবির সিং লিখেছেন, " ভারত মাতা কি জয়, ঐতিহাসিক সোনার পদক"। অভিনেত্রী রকুলপ্রীত সিং লিখেছেন, "ওই হাত ১৩০ কোটি মানুষের শক্তি বহন করেছে। শুভেচ্ছা তোমাকে"।

অতীতে সিনেমায় নামা প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু হরিয়ানার সাধাসিধে কৃষক পরিবারের ছেলে নিজের ফোকাস ঠিক রাখতে জানেন। পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তাঁর জায়গা রিল লাইফ নয়, ট্র্যাক অ্যান্ড ফিল্ড। আজ তার পরিণাম সকলের সামনে।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Bollywood actresses, Tokyo Olympics 2020