নয়া নজির ! কলকাতা থেকে চানুর দৌড় শুরু টোকিওর

Last Updated:

দখলে সোনা, গড়লেন নজির। লক্ষ্য থেকে এখনও দূরে পোস্টার-গার্ল। অলিম্পিক পদকের আশায় বুদ ক্রীড়ামহল।

#কলকাতা: লক্ষ্য থেকে এখনও বেশ খানিকটা পিছিয়ে ভারতের পোস্টার গার্ল। ২০৭ কেজির লক্ষ্য নিয়ে এসেছিলেন তিনি৷ কলকাতায় জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০৩ কেজি পর্যন্ত ওজন তুললেন ভারতীয় ভারোত্তোলনের পোস্টার গার্ল মিরাবাই চানু।
স্ন‍্যাচে ৮৮ কেজিতে থামতে হল। ৪৯ কেজি বিভাগে, ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে তুললেন ১১৫ কেজি। মোট ২০৩ কেজি। জাতীয় স্তরে নতুন নজির বটে। তবে লক্ষ্য থেকে এখনো বেশ কিছুটা পিছিয়ে মনিপুরী ভারোত্তলক।
কলকাতায় এসেছিলেন ২০৭ কেজি ওজন তোলার লক্ষ্য নিয়ে। তারপর ক্রমে ক্রমে সেটা বাড়িয়ে এপ্রিলে কাজাখস্তানের এশিয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ২১০ কেজি করার লক্ষ্য ছিল। ভারতীয় ভারোত্তোলনের পোস্টার গার্লের কোচ বিজয় শর্মার কথায়, ‘ ২১০ কেজি তুলতে পারলে টোকিও অলিম্পিকে পদক নিশ্চিত।’ তবে? ভারোত্তোলনে মালেশ্বরী বা কুঞ্জরাণীর মতই কি অলিম্পিক পদক অধরা থাকবে মনিপুরী কিশোরীর?
advertisement
advertisement
নতুন নজির গড়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের সোনার পদক  গলায় ঝুলিয়ে নাড়াচাড়া করতে করতেই খিলখিল করে হেসে ওঠে চানু। জানালেন, ‘চিন্তা করবেন না। কাজাখস্তানের এশিয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলব। অলিম্পিকের জন্য অংক কষে, হিসেব করেই এগোচ্ছি। এখানকার ফলাফলে আমি সন্তুষ্ট।’
ছোট্ট একটু বিরতি। তারপরেই মুখের হাসিটা ধরে রেখেই যোগ করলেন, ‘আমার জন্য প্রার্থনা করুন, যাতে অলিম্পিকের আগে কোন রকম চোট না পাই। ফিট থাকলে টোকিও থেকে দেশকে একটা পদক এনে দেব৷’ ছোটখাটো চেহারার মেয়েটার গলা চুইয়ে পড়ে একরাশ আত্মবিশ্বাস।
advertisement
জাতীয় চ্যাম্পিয়নশিপে চানুর পারফরমেন্সে খুশি দেশের ভারোত্তোলন সংস্থার কর্তা ব্যক্তিরা। বাংলার ভারোত্তোলন সংস্থার সভাপতি চন্দন রায় চৌধুরীর কথায়, ‘চানু পারবে। চানুর অলিম্পিক পদক এখন সময়ের অপেক্ষা।’  হয়তো তাই। কিন্তু সামনে এখনো ছয়টা মাস। অনেকটা সময়, অনেকটা পথ। কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জ।
৪৯ কেজিতে বিশ্ব রেকর্ড এখনও বহু দূর। স্ন‍্যাচে ৯৪, ক্লিন অ্যান্ড জার্কে ১২০ কেজির বিশ্বরেকর্ড। চানু এখনও পিছিয়ে। টোকিওর অলিম্পিক পোডিয়ামে ওঠার রাস্তাটা মসৃণ নয়। ২৫-এ পা দেওয়া মনিপুরী কিশোরীর থেকে ভালো সেটা আর কে জানে!
advertisement
PARADIP GHOSH 
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নয়া নজির ! কলকাতা থেকে চানুর দৌড় শুরু টোকিওর
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement