আই প্যাড, ল্যাপটপ, ক্যান্ডিক্রাশ,পাবজির যুগেও শহরে চলছে ক্যারমের কেরামতি
Last Updated:
#কলকাতা: এপাড়া হোক বা ওপাড়া। আওয়াজটা আজকাল আর তেমন কানে আসে না। সেই আওয়াজ। যাতে একসময় কেটে যেত কত ঘণ্টা। অলস, তবু উত্তেজক। তাই নিয়েই কত ফাইন। ঝগড়া। তর্ক। তারিফ। কিন্তু ওই আওয়াজের পেছনেও কি কোনও গল্প আছে ? খুঁজতে গিয়েছিল নিউজ18 বাংলা। শিয়ালদহের তস্য গলি পেরিয়ে।
তখন সবে সন্ধে। ক্লাবের রোয়াকে নিয়মিত আলো জ্বলত। সেই চেনা ঠুক-ঠাক। বেস। অ্যাঙ্গল। ইঞ্চি। টাঙ্কি। প্রজন্ম পাল্টায়। শব্দগুলো চেনা থেকে যায়। আর থেকে যায় ওই আওয়াজটা। শিয়ালদহ। হলধর বর্ধন লেন। উত্তর কলকাতার তস্য গলিতে এখনও রোজ শোনা যায় সেই আওয়াজ। এখনও একই রকম নিখুঁত আঙুলে স্ট্রাইকার তৈরি করেন বিজয় মল্লিক। বয়স ৬০ পেরিয়েছে। বদলায়নি ম্যাজিক টাচ। ওই হাতেই সাদা, কালো, লাল, নীলের গোল চাকতি.... মুহূর্তে বদলে যায় স্ট্রাইকারে। তিন পুরুষের ব্যবসা। বাবার কাছে শেখা। শখ থেকেই পেশা।
advertisement
এমুনাইট বা অ্যাক্রেলিকের গোল ডাইস। বাড়িতেই ছোট্ট একটা মেশিন। যা ডাইসকে বদলে দেয় স্ট্রাইকারে। নানা রংয়ের। ওজনের। মাপের। পারিবারিক দোকানে তালা পড়েছে। তবু ৪০ বছর ধরে নিরলস বিজয়ের আঙুল।
advertisement
ইদানিং শহরে আর আগের মত প্রতিযোগিতা হয় না। পাড়ার ক্লাবেও রোজ ক্যারম বোর্ড পড়ে না। প্রজন্মের রুচি টেনেছে আই প্যাড, ল্যাপটপ, ক্যান্ডিক্রাশ... পাবজি। তাই একটা ভয় তাড়া করে... রোজ। স্ট্রাইকারের কারিগরকে...।
advertisement
রিপোর্টার: ঈরণ রায় বর্মন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2019 12:13 PM IST