দুবাইয়ের আকাশে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেরি কম !

Last Updated:

ফুরিয়ে আসছে তেল, অথচ মিলছে না অনুমতি। সেই বিমানে মেরি কম সহ ভারতীয় বক্সিংয়ের একাধিক তারকা। ভয় পেয়ে গিয়েছিলেন বক্সাররাও

শেষে বিমান নামার অনুমতি দেওয়া হয় দুবাইয়ে। গোটা ঘটনায় ব্যপক ক্ষুব্ধ ভারতীয় বক্সিং সংস্থা। তারা এই টালবাহানার কারণ জানতে চেয়ে তদন্তের অনুরোধ করেছে। ভারতীয় বিমানমন্ত্রকের তরফে তদন্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় খেলতে এক বিশেষ বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছিল এক বেসরকারি সংস্থার বিমান, যাতে ছিলেন ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম।
advertisement
কিন্তু দুবাইয়ের আকাশে পৌঁছে অবতরণের সময় জানানো হয়, ওই বিমান নামার কোনও অনুমতি নেই। ভারতীয় বিমানের চালক বারবার অনুমতি থাকার কথা বললেও কর্ণপাত করা হয়নি। এক ঘণ্টা দুবাইয়ের আকাশে চক্কর কাটার পর মেরিদের পাইলট জানান, তেল শেষ হয়ে আসছে। এখন নামতে না দিলে দুর্ঘটনা ঘটতে পারে। এরপরই তাঁদের নামতে দেওয়া হয়। ততক্ষণে ভারতের অনুমতিপত্রও পেয়ে গিয়েছিলেন বিমানবন্দরের আধিকারিকরা।
advertisement
advertisement
বক্সিং সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়, খেলোয়াড়রা নিরাপদেই দুবাইয়ে নেমে নির্দিষ্ট হোটেলে পৌঁছেছেন। বিমানবন্দর এবং হোটেল মিলিয়ে দু’বার করোনা পরীক্ষা করা হয়েছে। ধন্যবাদ দেওয়া হয়েছে দুবাইয়ে ভারতীয় দূতাবাসকেও। তবে এই ঘটনায় বিরক্ত মেরিরা। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হবে ঠিক কী কারণে এমন অবস্থা তৈরি হয়েছিল ? বক্সিং ফেডারেশন নিজেদের ক্ষোভ গোপন করেনি।দোষী ব্যক্তির আর কেউ ছাড় পাবেন না পরিষ্কার করে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দুবাইয়ের আকাশে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেরি কম !
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement