Shahrukh Khan | India women’s hockey team: ‘আশাভঙ্গ! কিন্তু তোমরা দেশকে গর্বিত করেছ...’ মহিলা হকি দলের প্রশংসায় শাহরুখ ‘কবীর’ খান

Last Updated:

এদিন ম্যাচ শেষে ট্যুইট করলেন ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান- শাহরুখ খান ৷ ট্যুইটারে তিনি লিখলেন, ‘‘ আশাভঙ্গ! কিন্তু উচ্চ যেথা শির। দারুণ খেলেছেন ভারতীয় হকি দলের মেয়েরা।’’

টোকিও: পদক জয়ের অনেক কাছাকাছি এসেও খালি হাতেই টোকিও অলিম্পিক্স থেকে ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা হকি দলকে ৷ টুর্নামেন্টে চতুর্থ হলেও রানি রামপালদের খেলায় মুগ্ধ প্রত্যেকেই ৷ গত বারের সোনাজয়ী গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে শুক্রবার ম্যাচে এক সময় ০-২ গোলে পিছিয়ে পড়েছিল ভারত। তবে কখনও লড়াই ছাড়েনি ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দুই গোল হজম করলেও এরপর তিন গোল করে ম্যাচে ফিরে আসে ভারত। যদিও শেষরক্ষা করতে পারেননি রানি রামপালরা ৷ ৪-৩ গোলে ম্যাচ জেতে ব্রিটেন ৷
ব্রোঞ্জের ম্যাচে হেরে গেলেও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিলেন রানিরা। এদিন ম্যাচ শেষে ট্যুইট করেন ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান-- শাহরুখ খান ৷ ট্যুইটারে তিনি লিখলেন, ‘‘ আশাভঙ্গ! কিন্তু উচ্চ যেথা শির। দারুণ খেলেছেন ভারতীয় হকি দলের মেয়েরা। আপনারা দেশের সবাইকে উদ্বুদ্ধ করেছেন। সেটা একপ্রকার জয়েরই শামিল।’’
advertisement
advertisement
ম্যাচে হারলেও এদিন একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়েছেন ভারতের মেয়েরা ৷ রানিদের এই লড়াইকে কুর্নিশ জানাতেই হয় ৷  এর আগে ভারতীয় মহিলা দলের অলিম্পিকের সেমিফাইনালে প্রথমবার ওঠা নিয়েও ট্যুইট করেছিলেন শাহরুখ। আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে হেরে সোনা জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল ৷ এদিন গ্রেট ব্রিটেনের কাছে হেরে টোকিও অলিম্পিকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতের মহিলা হকি দলকে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shahrukh Khan | India women’s hockey team: ‘আশাভঙ্গ! কিন্তু তোমরা দেশকে গর্বিত করেছ...’ মহিলা হকি দলের প্রশংসায় শাহরুখ ‘কবীর’ খান
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement