Tokyo Olympics 2020: ১২৫ বছরে ইতিহাস, তিন মেয়ের একসঙ্গে অলিম্পিক্স পদকে সোনালি স্বপ্ন

Last Updated:

রিওতে একটাও পদক পাননি ভারতের পুরুষ অ্যাথলিটরা৷ পাশাপাশি এবারেও এখন পুরুষ অ্যাথলিটরা খাতা খোলেননি৷

#টোকিও: মহিলা ব্যাডমিন্টন ক্রীড়াবিদ পিভি সিন্ধু অলিম্পিক্সে ভারতকে তৃতীয় মেডেল এনে দিলেন৷ তিনি ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিক গেমসের মঞ্চে নতুন রেকর্ড গড়লেন৷ ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি করলেন দেশের হয়েও এক অনন্য নজির৷ এদিন তিনি ব্রোঞ্জ মেডেল জেতায় প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস তৈরি করলেন৷ এর পাশাপাশি টোকিও অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার তিন ভারতীয় মহিলা অ্যাথলিট পদক পেলেন৷ যা ১২৫ বছরে অলিম্পিক্সে মঞ্চে ভারতীয় মহিলা অ্যাথলিটদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স৷ সিন্ধু ব্রোঞ্জ জেতেন৷ এদিকে এবারের প্রথম পদক এসেছে ভারোত্তলক মীরাবাই চানুর হাত ধরে৷ তিনি রুপো পেয়েছিলেন৷ অন্যদিকে বক্সিংয়ের সেমিফাইনালে উঠে ইতিমধ্যেই পদক নিশ্চিত করেছেন লাভলিনা৷ মেডেলের নিরিখে ইতিমধ্যেই রিও -র সাফল্যকে পেরিয়ে গেছেন ভারতীয় অ্যাথলিটরা৷ রিও অলিম্পিক্সে পিভি সিন্ধু রুপো পেয়েছিলেন এবং কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছিলেন সাক্ষী মালিক৷
এদিন জিয়াওকে ২১-১৩, ২১-১৫ ম্যাচ জিতে ব্রোঞ্জ নিশ্চিত করেন পিভি সিন্ধু৷ ১২৫ বছরে এই প্রথম ভারতীয় তিন মহিলা অ্যাথলিট পদক জিতলেন৷ এটা ভারতীয় মহিলাদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স৷
২০০০ সালে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ অলিম্পিক্সের মঞ্চে পদক পেয়েছিলেন৷ ১০৪ বছরের অপেক্ষার পর এই সাফল্য এসেছিলে ভারতের৷ ১৮৯৬ সালে শুরু হওয়া অলিম্পিক্স থেকে ২০০০-র সিডনি এই লম্বা পথ পাড়ির পর ভারতীয় মেয়েরা সাফল্যের উড়ান শুরু করেন৷ এরপর ২০০৪ ও ২০০৮ সালে অবশ্য মেয়েরা পদক পাননি৷
advertisement
advertisement
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ২ জন ভারতীয় মহিলা প্রথমবার একসঙ্গে পদক জেতেন৷ বক্সিংয়ে মেরিকম এবং সাইনা নেহওয়াল ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জেতেন৷ ২০১৬ সালে ভারতীয় দুই মহিলা ফের পদক জেতেন৷ এবার পিভি সিন্ধু এবং সাক্ষী মালিক পদক জেতেন৷ সিন্ধু রুপো পান, সাক্ষী ব্রোঞ্জ জেতেন৷
ভারতীয় মহিলা ক্রীড়াবিদ অলিম্পিক্সে সোনা জেতেননি৷ এবার সোনার পদকের আশা করছে দেশবাসী৷ লাভলিনা ও বিনেশ ফোগটকে সেই স্বপ্ন দেখছে৷ এদিকে রিওতে একটাও পদক পাননি ভারতের পুরুষ অ্যাথলিটরা৷ পাশাপাশি এবারেও এখন পুরুষ অ্যাথলিটরা খাতা খোলেননি৷ তবে এখনও পুরুষদের ইভেন্ট রয়েছে, যেখান থেকে পদকের স্বপ্ন দেখছে দেশবাসী৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: ১২৫ বছরে ইতিহাস, তিন মেয়ের একসঙ্গে অলিম্পিক্স পদকে সোনালি স্বপ্ন
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement