• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • মাথা ঢাকার ফতোয়ায় 'না', প্রতিযোগিতা থেকে সরলেন মহিলা দাবাড়ু

মাথা ঢাকার ফতোয়ায় 'না', প্রতিযোগিতা থেকে সরলেন মহিলা দাবাড়ু

Photo Courtesy: Facebook

Photo Courtesy: Facebook

কাপড় দিয়ে মাথা ঢাকতে পারবেন না, তাই খেলতে পারবেন না এশিয়ান নেশনস কাপ চেস চ্যাম্পিয়ানশিপ ২০১৮৷ এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গ্রান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথন ৷

 • Share this:

  #নয়াদিল্লি: কাপড় দিয়ে মাথা ঢাকতে পারবেন না, তাই খেলতে পারবেন না এশিয়ান নেশনস কাপ চেস চ্যাম্পিয়ানশিপ ২০১৮৷ এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গ্রান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথন ৷ ইরানে ২৬এ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত দাবা প্রতিযোগিতায় সৌম্যার অংশগ্রহণে মূল বাধা হয়ে দাঁড়ায় এই মাথার কাপড়ই ৷ কারণ ধর্মীয় নিয়ম অনুযায়ী ইরানে মহিলাদের মাথা ঢেকেই চলতে হয় ৷ একই রকম ফোতায়া জারি হয় মহিলা এই দাবাড়ুর জন্যও ৷ তিনি মেনে না নেওয়ায়, প্রতিযোগিতা থেকেই সরে আসতে হয় সৌম্যা স্বামীনাথনকে ৷

  আরও পড়ুন বিশ্বকাপ শুরুর মাত্র এক দিন আগে ছেঁটে ফেলা হল স্পেনের কোচকে ! কেন এমন সিদ্ধান্ত ?

  ক্রীড়াবিদ হিসেবে এই নিয়ম মেনে নেওয়া তাঁর পক্ষে একেবারেই যুক্তিহীন, জানিয়েছেন এই দাবাড়ু ৷ কোন ক্রীড়া ব্যক্তিত্বর ওপর ধর্মীয় পোশাকের বিধি চাপানো যায় না বলেই মত তাঁর ৷ এতে তাঁর মানবাধিকারে আঘাত হানা হচ্ছে, তাই নিজেকে এই প্রতিযোগিতা থেকে সরিয়েই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সৌম্যা ৷ গোটা ঘটনায় যে তিনি খুবই দুঃখিত, তা তার পোস্ট থেকেই স্পষ্ট ৷

  আরও পড়ুন ডু নাকি ডোন্ট ! রোনাল্ডোর মনে এখন কী চলছে জানেন

  তবে তিনিই প্রথম নন, এর আগে পোশাক ফতোয়ার জেরে একই পথে হেঁটে ম্যাচ ছেড়েছিলেন শ্যুটিং স্টার হিনা সিন্ধু ৷

  First published: