ডু নাকি ডোন্ট ! রোনাল্ডোর মনে এখন কী চলছে জানেন
Last Updated:
ডো অর ডোন্ট! এই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রোনাল্ডো৷ পর্তুগালের তারকা ফুটবলার, রিয়াল মাদ্রিদের সুপারহিরো৷ কিন্তু বিশ্বকাপ অধরাই এই ফুটবলারের৷
#সোচি: ডো অর ডোন্ট! এই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রোনাল্ডো ৷ পর্তুগালের তারকা ফুটবলার, রিয়াল মাদ্রিদের সুপারহিরো ৷ কিন্তু বিশ্বকাপ অধরাই এই ফুটবলারের ৷ তাই এবারই পাখির চোখ করেছেন তিনি ৷ আগামী ফুটবল বিশ্বকাপ আদৌ তিনি খেলবেন কিনা তা জানা নেই ৷ তাই রাশিয়াই তাঁর কাছে মারণকামড় দেওয়ার মোক্ষম সময় ৷
৫ বার ফিফার বর্ষসেরা ফুটবলার তিনি ৷ গত ২ বছর ধরে টানা এই বিভাগে সেরার আসন থেকে তাঁকে সরাতে পারেননি কোন ফুটবলারই ৷ তাঁর দেশ পর্তুগালও শেষ ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে ৷ দল এবং রোনাল্ডো এখন একেবারে সেরা সময়ে রয়েছে বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের ৷ তাই তো তিনি নিজেও বলছেন ডু অর ডোন্ট৷ ইংরেজি হরফে তাঁর নামের শেষেই আছে 'DO' এই দুটি অক্ষর৷ তাঁর সঙ্গে আবার যোগ হয়েছে 'DONT'৷ অর্থাৎ না পারার একটা আশঙ্কার কথাও বলা হয়েছে৷ তবে কোনও রকম 'না' কে পাত্তা না দিয়েই মাঠে নামবেন রোনাল্ডো ৷ এমনই আত্মবিশ্বাস সিআরসেভেনের৷
advertisement
advertisement
আরও পড়ুন লোথার ম্যাথাউস জার্মান নন, জানতেন?
এক আন্তর্জাতিক জুতো প্রস্তুতকারক সংস্থার থেকেই প্রকাশিত হয়েছে এই ছবিটি ৷ আগামী দিনে রোনাল্ডোকে নিয়ে আরও কিছু মনজয় করা তথ্য সামনে আনবেন তারা ৷ বিশ্বকাপের ধামাকার আগে তাঁর দিকেই নজর ফ্যানদের ৷
Location :
First Published :
June 13, 2018 2:24 PM IST