বিশ্বকাপের জন্য যৌনপেশায় কোপ ! রুশ প্রশাসনের কড়াকড়িতে বিপাকে কয়েক হাজার যৌনকর্মী

Last Updated:

জরিমানা, জেলে পাঠানোর হুঁশিয়ারিতে বিপাকে কয়েক হাজার যৌনকর্মী। আইনি কড়াকড়িতে পড়ুয়ারাও পড়েছে সমস্যায়।

#মস্কো: দুনিয়া জানবে রাশিয়া পরিচ্ছন্ন, নিশ্চিন্তের দেশ। এই ঝোঁকে এগোতে গিয়ে পুতিন প্রশাসনের সঙ্গে প্রায় সবার ঠোকাঠুকি। জরিমানা, জেলে পাঠানোর হুঁশিয়ারিতে বিপাকে কয়েক হাজার যৌনকর্মী। আইনি কড়াকড়িতে পড়ুয়ারাও পড়েছে সমস্যায়।
২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিক থেকেই ঠোকাঠুকি। ধরা পড়লে যৌনকর্মীদের জরিমানা ও জেলের হুঁশিয়ারি দিয়েছিল রুশ প্রশাসন। নির্দেশ যে ফাঁকা আওয়াজ নয় তা ভালমতো টের পান যৌনকর্মীরা। কাউকে মোটা জরিমানা দিতে হয়। কারও ঠিকানা ছিল শ্রীঘর। বিশ্বকাপে যৌনকর্মীদের হাতে যে বাড়তি রুবেল আসবে তারও উপায় নেই। কারণ রাশিয়ায় যৌনপেশা বেআইনি। আড়ালেও যাতে এই কারবার না চলে তার জন্য পুতিন প্রশাসন সব ব্যবস্থা করে ফেলেছে।
advertisement
2018-06-10_wor_41633089_I1
advertisement
বৈধ ম্যাসাজ পার্লারের গেটে সবসময় থাকবে রক্ষী। দেখা হবে বেআইনি কিছু হচ্ছে কিনা। সালোনগুলিতেও থাকবে কড়া নজর। তবে ফ্যানদের জন্য যৌনতৃপ্তির বিকল্প ব্যবস্থাও হয়েছে। এই প্রথম কোনও বিশ্বকাপে ফ্যানরা সেক্স ডলের কল সার্ভিস পাবেন। তবে যৌনকর্মী সেজে রাশিয়ান চর থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্বকাপে হুলিগানদের জেলে পুরতে ইতিমধ্যে কারাগার ফাঁকা করা শুরু হয়েছে। রাশিয়ার বিভিন্ন জেলে থাকা ইউক্রেনের বন্দিদের আগেভাগে ছেড়ে দেওয়া হচ্ছে।
advertisement
বিশ্বকাপের জন্য স্টেশন এবং বাসস্ট্যান্ডে থাকা লোকেদের কপাল পুড়েছে। তাদের ভেন্যু থেকে কয়েকশো কিলোমিটার পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপকে জায়গা দিতে গিয়ে পরীক্ষার সূচি একেবারে ঘেঁটে যাওয়ায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এই সব পিছুটান, ক্ষোভ, বিক্ষোভ নিয়ে রাশিয়ায় প্রথমবার বিশ্বকাপ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের জন্য যৌনপেশায় কোপ ! রুশ প্রশাসনের কড়াকড়িতে বিপাকে কয়েক হাজার যৌনকর্মী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement