বিশ্বকাপ শুরুর মাত্র এক দিন আগে ছেঁটে ফেলা হল স্পেনের কোচকে ! কেন এমন সিদ্ধান্ত ?

Last Updated:

বিশ্বকাপ শুরুর ঠিক একদিন আগে ছন্দপতন স্পেন শিবিরে।

#মস্কো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরেই শুরু হতে চলেছে ফুটবলের বিশ্বযুদ্ধ ৷ এবারের বিশ্বকাপ জয়ের প্রবল দাবিদার যে ছয় দল, তাদের মধ্যে স্পেন অন্যতম ৷ কিন্তু টুর্নামেন্ট শুরুর মাত্র এক দিন আগে হঠাৎ কী হল স্প্যানিশ শিবিরে ? হেড কোচ জুলে লোপেতেগুইকেই ছেঁটেই ফেলা হল কোচের পদ থেকে ৷
মঙ্গলবারই জিদানের ছেড়ে যাওয়া জায়গায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন লোপেতেগুই। আগামী তিন মরশুমের জন্য স্পেন তথা গোটা বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লোপেতেগুই ৷ বিশ্বকাপের ঠিক মুখে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্পেন ফুটবল ফেডারেশন ৷ শেষপর্যন্ত তাই টুর্নামেন্ট শুরুর আগেই কোচকে ছেঁটে ফেলার এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷
advertisement
advertisement
বিশ্বকাপের ঠিক একদিন বাকি, এই সময় কে দায়িত্ব নেবে স্পেন দলের ? এমন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক । স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফে অবশ্য এখনই এব্যাপারে কিছু স্পষ্ট জানানো  হয়নি ৷ ফেডারেশনের প্রেসিডেন্ট লুই রুবেলস বলেন, ‘‘ আমরা জাতীয় কোচকে ছেঁটে ফেলারই সিদ্ধান্ত নিলাম। তাঁর অধীনে দল খুব ভাল করেছে। ওকে আমরা ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছাও। স্প্যানিশ জাতীয় দল গোটা দেশের। তবে আমাদের না জানিয়েই রিয়ালের সঙ্গে লোপেতেগুই চুক্তি করেছেন। সাংবাদিক সম্মেলনের মাত্র ৫ মিনিট আগে সেটা জানতে পারি আমরা ৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ শুরুর মাত্র এক দিন আগে ছেঁটে ফেলা হল স্পেনের কোচকে ! কেন এমন সিদ্ধান্ত ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement