টোকিও: শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচে দুর্দান্ত কামব্যাক ভারতের ৷ ৪১ বছর পর অলিম্পিকে হকিতে পদক জয় ভারতের ৷ আজ, সত্যি গর্বের দিন দেশবাসীর কাছে ৷ গত চার দশক ধরে অলিম্পিক থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ভারতীয় দলকে ৷ এবার সোনা জয়ের দারুণ সুযোগ থাকলেও ব্রোঞ্জ জয়ও কোনও কম কিছু নয় ৷ সেই কঠিন কাজটাই করে দেখাতে সফল মনপ্রীতরা ৷
এদিন জার্মানিকে ভারত ৫-৪ গোলে হারাতেই সেলিব্রেশন শুরু হয়ে যায় মণিপুরে ইম্ফলের নীলকান্ত শর্মার (Nilakanta Sharma) গ্রামেও ৷ পরিবারের লোকেরা এবং পাড়া প্রতিবেশীরা মিলে শুরু করেন তুমুল নাচ ৷ সত্যি আজ সেলিব্রেশনেরই সময় ৷ ইম্ফলের ছেলের খেলায় গোটা দেশই উচ্ছ্বসিত ৷
#WATCH | Manipur: Family members and neighours of hockey player Nilakanta Sharma in Imphal dance as they celebrate the victory of team India in Men's Hockey.
India won #Bronze medal in Men's Hockey against Germany in Tokyo #Olympics pic.twitter.com/dEF92jtNse — ANI (@ANI) August 5, 2021
এদিন ম্যাচে এক সময় ১-৩-এ পিছিয়ে ছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরেন মনপ্রীতরা। দুই গোল শোধ করে ফিরে আসেন তাঁরা। বুঝিয়ে দেন, পদক জেতাই তাঁদের এক মাত্র লক্ষ্য। দ্বিতীয় কোয়ার্টারে দুই দল মিলিয়ে পাঁচ গোল করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tokyo Olympics 2020